রাঙামাটিতে ফুটপাত উচ্ছেদ অভিযানে পুলিশের এ্যাকশন। পর্যটন নগরী রাঙামাটি শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরুপাস্থ ফুলকলি কনফেকশনারী হতে ফরেষ্ট কলোনী হয়ে প্রধান সড়কের দু’পাশ হ্যাপীর মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
আজ ৫ জুলাই ২০২৩ বুধবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মোঃ শাহ ইমরানের নেতৃত্বে এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে,সম্প্রতি বিভিন্ন সভা সমাবেশ ও জেলা আইনশৃঙ্খলা সভায় শহরের ফুটপাত দখল,অবৈধ নাম্বারবিহীন সিএনজি ও নাম্বারবিহীন মোরটসাইকেল নিয়ে বেশ আলোচনা করা হয়েছে। এছাড়া ফুটপাত দখলদারদের সাথে কথাও হয়েছে। গত ৪ জুলাই এ সংক্রান্ত বিষয়ের উপর বনরুপা পুলিশ বক্সের পাশে একটি সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বার সকলের উদ্দেশ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন বনরুপা ফুটপাত অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মোঃ শাহ ইমরান বলেন,পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক এ অবৈধ উচ্ছে অভিযান পরিচালনা করা হচ্ছে। বনরুপাস্থ ফুলকলি হতে হ্যাপীর মোড় পর্যন্ত ফুটপাত উচ্ছেদ অভিযান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।মানুষদের বার বার সচেতন করার পরও তারা ফুটপাত দখল করে বসে আছে। মানুষ কথা না শুনলে আগামীতে আরো কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন,জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সব সময় ফুটপাত পরিস্কার রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কিছু অসাধু লোকজন আছে ফুটপাত থেকে সরিয়ে দেওয়ার পরও ফের বসে আছে। ফরেষ্ট কলোনী রোড ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। কিন্তু দেখা গেছে, ঈদের বন্ধে রাতারাতি আবার তারা বসে দোকানদারি করছে। এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত