• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
দৌলতদিয়া যৌনপল্লী থেকে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালামকে প্রার্থী ঘোষণা পাহাড়ের বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের মহালছড়িতে ক্যারাম বোড প্রতিযোগিতা ২০২৫ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বান্দরবানে ছাত্রশিবির এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, রুমায় সাচিংপ্রু জেরী ও জাবেদ রেজা’কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১ কর্মী আটক আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল

লংগদুতে প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেফতার

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ / ১৯৮ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

মো. আলমগীর হোসেন, লংগদু(রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদু উপজেলায় প্রতারক চক্রের ৮সদস্য নগদ ৩লক্ষ ১২৫০০ টাকা ও তিনটি স্মার্টফোন সহ লংগদু থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যা ৬টায় লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের ভাসান্যাদম এলাকা হতে তাদের আটক করে লংগদু থানা পুলিশ।

লংগদু থানা পুলিশ সূত্রে জানা যায়, চট্রগ্রাম থেকে কুরবানী দেওয়ার জন্য গরু ক্রয় করতে আসে মো. ইফতেখার নিহাল ও নিজাম উদ্দীন, আটকৃত ৮সদস্যর মধ্যে সোবহানের সাথে পূর্ব পরিচিত ছিলো গরু ক্রয় করতে আসা ইফতেখার ও নিজাম। সোবহান সহ আরো ৯জন মিলে কৌশলে তাদের গরু ক্রয় করে দিবে বলে রাতের আধাঁরে কাপ্তাই লেকের ভাসমান একটি টিলাতে নিয়ে যায়, পরে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা ৩লক্ষ ১২, ৫০০ টাকা ও একটি আইফোন দুটি সাধারণ স্মার্ট ফোন ছিন্তাই করে চলে যায়, পরে ভুক্তভোগীদের থানায় অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভসান্যদম এলাকা হতে ৮সদস্যকে আটক করে লংগদু থানা পুলিশ।

গ্রেফতারকৃত সদস্যরা হলো, সোবহান (৩৫) পিতা. আব্দুল বারেক, ঘনমোড়, নজরুল ইসলাম(২৮), পিতা-আবুল খায়ের, ঘনমোড়, হারুন(২৩), পিতা-কুরবান আলী, ঘনমোড়,ইমান আলী(২৮), পিতা-আবুল কাশেম, ঘনমোড়, বরুন চাকমা(৫০), পিতা-মৃত যাত্রাচরন চাকমা, দক্ষিন ঘনমোড়,শাহাদাৎ মিয়া(৪০), পিতা-মৃত আব্দুর রউফ, প্যাটাইন্যামছড়া, বগাচত্তর ইউপি, মো: মিজান মিয়া(৬০), পিতা-মৃত কালু মিয়া, মধ্যম ঘনমোড়, মো: বেলাল হোসেন(৩০), পিতা-সিরাজুল ইসলাম

লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন জানান, চট্রগ্রাম থেকে কুরবানী দেওয়ার জন্য গরু ক্রয় করতে আসে মো. ইফখার নিহাল ও নিজাম উদ্দীন, তাদেরকে সোবহান নামে একজন প্রতারক সহ আরো নয়জন মিলে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা টাকা পয়সা ও তিনটি মোবাইল ফোন ছিন্তাই করে নিয়ে যায়, পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভসান্যদম এলাকা হতে প্রতারক চক্রের ৮সদস্যকে আটক করতে সক্ষম হই, বাকী দুজন কাউসার ও সুমন (ভাসান্যদম) গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ