• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষ ও তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে- আমীর খসরু বানভাসিদের জন্য রাজারবাগ দরবার শরীফের মেডিকেল ক্যাম্পেইন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কাচালং নদীতে গোসল করতে নেমে এক কিশোরী নিখোজ নবীনগরে উস্তাদ আলাউদ্দিন খাঁ,র ৫২ তম মৃত্যু বার্ষিকী পালন মানিকছড়িতে মারমা কল্যাণ সমিতির মতবিনিময় ও আলোচনা সভা মানিকছড়িতে মারমা ঐক্য পরিষদের মতবিনিময় সভা জেলার ত্রাণ তহবিলে নানিয়ারচর বিএনপির অর্থ জমা লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে সেনা জোন লংগদুতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত লংগদুতে ইউপি সদস্য রূপচান,র, পদ ত্যাগের দাবিতে মানববন্ধন

গাড়ি ভাড়া চাওয়ায় হাতুড়ি মেরে ড্রাইভারকে রক্তাক্ত

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান: / ৫৮২ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২১ জুন, ২০২৩

মালামাল পরিবহন বাবদ বকেয়া গাড়ি ভাড়া চাওয়ায় মোঃ সেলিম উদ্দিন লিটন (৪৫) নামে এক ড্রাইভারকে হাতুড়ি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মোঃ মুসা (৩৯) নামে এক গাছ ব্যবসায়ীর বিরুদ্ধে। চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম পাড়া গ্রামে মোঃ মুসার ফার্ণিচার দোকানে গত রবিবার রাত সাড়ে ৯টায় এই ঘটনা ঘটে।

গুরুতর আহত মোঃ লিটন ড্রাইভার লামা পৌরসভার ২নং ওয়ার্ড নয়াপাড়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে বমু বিলছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড পূবপাড়ায় বসবাস করেন। মধ্যযুগীয় কায়দার মারধর করা মোঃ মুসা বমু বিলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম পাড়া গ্রামের মোঃ শফি’র ছেলে।

এদিকে আহত গাড়ির ড্রাইভার লিটনকে রক্তাক্ত আবস্থায় ঘটনার পরপরই আশপাশের লোকজন রবিবার রাতে লামা সরকারি হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হতে মঙ্গলবার (২০ জুন) সকালে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। আহতের পরিবার আর্থিক সংকটে তাকে চকরিয়া নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষা শেষে আবার লামা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সে লামা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

লামা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বলেন, লিটনের মাথার পিছনে তিন সেলাই, কপালের বাম পাশে শক্ত কিছু দিয়ে আঘাত করায় থেতলে গেছে এবং বাম বুকে চারটি সেলাই দিতে হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এছাড়া শরীরের আরো বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

আহত ড্রাইভার মোঃ লিটন এর শারীরিক অবস্থার কিছুটা স্থিতিশীল হলে বুধবার (২১ জুন) দুপুরে হাসপাতালে কথা হয়। তিনি প্রতিবেদককে জানায়, বিভিন্ন সময়ে সে অভিযুক্ত গাছ ব্যবসায়ী মোঃ মুসার ভাড়া মারে। গাড়ি ভাড়া বাবদ সে মুসার কাছ থেকে ১১ হাজার টাকা পায়। এই টাকা অনেকদিন না দিয়ে ঘোরাঘুরি করে এবং ফোন দিলেও সে রিসিভ করেনা। পরে রবিবার (১৮ জুন) রাত সাড়ে ৯টায় বাড়ি যাওয়ার পথে তাকে পশ্চিমপাড়া তার (মুসার) ফার্ণিচার দোকানে দেখে ভাড়ার টাকা চায়। সে টাকা এক সপ্তাহ পরে দিবে বলে। ড্রাইভার লিটন ‘টাকা এখন দিতে হবে’ এমন বলায় মোঃ মুসা তার দোকান থেকে হাতুড়ি নিয়ে বেধড়ক মারধর করে। রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে দোকানের সামনে রাস্তায় পড়ে থাকলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে আসে এবং তার পরিবারের লোকজনকে খবর দেয়। তিনি আরো বলেন, এসময় আমার মানিব্যাগ হারানো যায়। যাতে নগদ ১২ হাজার টাকা এবং আমার জরুরি কাগজপত্র ছিল।

মোঃ লিটন এর স্ত্রী মোশরেফা আক্তার সুমি বলেন, আমার স্বামীকে ভাড়ার টাকা চাওয়ায় যেভাবে মারধর করেছে। এই ঘটনায় আমরা চকরিয়া থানায় মামলা করতে যাচ্ছি।

এই বিষয়ে জানতে মোঃ মুসার মোবাইলে (০১৭৭০৫৫৪৯৯৯) অসংখ্যবার কল দিলেও তার মোবাইলে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ