• শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির মানবিক উদ্দ্যোগ, ঈদ উপকরণ হিসেবে গরুর মাংস বিতরণ ঈদ-উল আযহা উপলক্ষে পানছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের উপহার সামগ্রী বিতরণ। মহালছড়িতে পালিত হয়েছে বিশ্ব তামাক দিবস ২০২৫ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: পানছড়িতে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ পানছড়িতে দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানে ছাগল ও শুকর বিতরণ দৌলতদিয়া পোড়াভিটা থেকে মাদক সেবী ও মাদক কারবারি আটক নানিয়ারচরে বিআরডিবির দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ গোয়ালন্দে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি পালিত খাগড়াছড়িতে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে ভিজিএফ (চাউল) বিতরণ মহেশখালীতে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে হাসপাতালে স্বাস্থ্য সেবা মানিকছড়িতে নিন্মাঞ্চল প্লাবিত পাহাড়ের পাদদেশে থাকা পরিবারকে সরে যাওয়ার নির্দেশ লামায় বৈরী আবহাওয়ার কারণে ৬০টি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

গাড়ি ভাড়া চাওয়ায় হাতুড়ি মেরে ড্রাইভারকে রক্তাক্ত

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান: / ৬৩৯ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২১ জুন, ২০২৩

মালামাল পরিবহন বাবদ বকেয়া গাড়ি ভাড়া চাওয়ায় মোঃ সেলিম উদ্দিন লিটন (৪৫) নামে এক ড্রাইভারকে হাতুড়ি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মোঃ মুসা (৩৯) নামে এক গাছ ব্যবসায়ীর বিরুদ্ধে। চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম পাড়া গ্রামে মোঃ মুসার ফার্ণিচার দোকানে গত রবিবার রাত সাড়ে ৯টায় এই ঘটনা ঘটে।

গুরুতর আহত মোঃ লিটন ড্রাইভার লামা পৌরসভার ২নং ওয়ার্ড নয়াপাড়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে বমু বিলছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড পূবপাড়ায় বসবাস করেন। মধ্যযুগীয় কায়দার মারধর করা মোঃ মুসা বমু বিলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম পাড়া গ্রামের মোঃ শফি’র ছেলে।

এদিকে আহত গাড়ির ড্রাইভার লিটনকে রক্তাক্ত আবস্থায় ঘটনার পরপরই আশপাশের লোকজন রবিবার রাতে লামা সরকারি হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হতে মঙ্গলবার (২০ জুন) সকালে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। আহতের পরিবার আর্থিক সংকটে তাকে চকরিয়া নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষা শেষে আবার লামা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সে লামা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

লামা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বলেন, লিটনের মাথার পিছনে তিন সেলাই, কপালের বাম পাশে শক্ত কিছু দিয়ে আঘাত করায় থেতলে গেছে এবং বাম বুকে চারটি সেলাই দিতে হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এছাড়া শরীরের আরো বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

আহত ড্রাইভার মোঃ লিটন এর শারীরিক অবস্থার কিছুটা স্থিতিশীল হলে বুধবার (২১ জুন) দুপুরে হাসপাতালে কথা হয়। তিনি প্রতিবেদককে জানায়, বিভিন্ন সময়ে সে অভিযুক্ত গাছ ব্যবসায়ী মোঃ মুসার ভাড়া মারে। গাড়ি ভাড়া বাবদ সে মুসার কাছ থেকে ১১ হাজার টাকা পায়। এই টাকা অনেকদিন না দিয়ে ঘোরাঘুরি করে এবং ফোন দিলেও সে রিসিভ করেনা। পরে রবিবার (১৮ জুন) রাত সাড়ে ৯টায় বাড়ি যাওয়ার পথে তাকে পশ্চিমপাড়া তার (মুসার) ফার্ণিচার দোকানে দেখে ভাড়ার টাকা চায়। সে টাকা এক সপ্তাহ পরে দিবে বলে। ড্রাইভার লিটন ‘টাকা এখন দিতে হবে’ এমন বলায় মোঃ মুসা তার দোকান থেকে হাতুড়ি নিয়ে বেধড়ক মারধর করে। রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে দোকানের সামনে রাস্তায় পড়ে থাকলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে আসে এবং তার পরিবারের লোকজনকে খবর দেয়। তিনি আরো বলেন, এসময় আমার মানিব্যাগ হারানো যায়। যাতে নগদ ১২ হাজার টাকা এবং আমার জরুরি কাগজপত্র ছিল।

মোঃ লিটন এর স্ত্রী মোশরেফা আক্তার সুমি বলেন, আমার স্বামীকে ভাড়ার টাকা চাওয়ায় যেভাবে মারধর করেছে। এই ঘটনায় আমরা চকরিয়া থানায় মামলা করতে যাচ্ছি।

এই বিষয়ে জানতে মোঃ মুসার মোবাইলে (০১৭৭০৫৫৪৯৯৯) অসংখ্যবার কল দিলেও তার মোবাইলে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ