• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
দৌলতদিয়া যৌনপল্লী থেকে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালামকে প্রার্থী ঘোষণা পাহাড়ের বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের মহালছড়িতে ক্যারাম বোড প্রতিযোগিতা ২০২৫ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বান্দরবানে ছাত্রশিবির এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, রুমায় সাচিংপ্রু জেরী ও জাবেদ রেজা’কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১ কর্মী আটক আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল

অবৈধ ইটভাটা বন্ধে তিন পার্বত্য জেলার ডিসিকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক(ঢাকা): / ৩৬৫ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির জেলার ৩ জেলা প্রসাশকগণকে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এইচআরপিবি এর পক্ষে সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ কর্তৃক লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের বিভিন্ন ইটভাটা মালিকরা রীট পিটিশন দায়ের করলে শুনানী শেষে মহামান্য হাইকোর্ট বিভাগ ১৬ ফেব্রুয়ারী ২০২৩ রীট পিটিশন খারিজ করে দেন। পরবর্তীতে ইটভাটা মালিকগণ আপিল বিভাগে ২টি আপিল দায়ের করলে মাহামান্য আদালত আপিল নিস্পত্তি করে রায় দেন এবং চেম্বার কোর্টে স্থিতিবস্থা ভ্যাকেট করেন।

উপরোক্ত আপিলদ্বয়ের স্থিতিবস্থা ভ্যাকেট হওয়া স্বত্ত্বেও ইটভাটা মালিকেরা প্রশাসনের সামনে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করে যাচ্ছেন। কিন্তু অবৈধ ইটভাটা বন্ধে মহামান্য আদালতের নিদের্শনা থাকার পরও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সে কারনে পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ধ্বংশ হচ্ছে। অন্যদিকে এইচআরপিবি এর করা জনস্বার্থের মামলায় অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ রয়েছে। ক্যাবিনেট সেক্রেটারি এক নির্দেশনায় সকল জেলা প্রশাসকদের অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিদের্শ দিয়েছেন।

সে বিবেচনায় পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে জেলা প্রসাশক (১) মোহাম্মদ মিজানুর রহমান (রাঙ্গামাটি), (২) মো: শহিদুজ্জামান (খাগড়াছড়ি) এবং (৩) মিসেস ইয়াসমিন পারভিন তিবরীজী (বান্দরবান) কে ৭২ ঘণ্টার মধ্যে নিজ নিজ জেলায় ইট ভাটার কার্যক্রম বন্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য এইচআরপিবি এর প্রেসিডেন্ট সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ লিগ্যাল নোটিশ প্রেরণ করেছেন।

১৯ জুন ২০২৩ ডাকযোগে এ নোটিশ প্রেরন করা হয়। লিগ্যাল নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে অবৈধ ইটভাটা কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। নতুন সরকারি চাকুরি আইন ২০১৮ অনুসারে অসাদাচারন এর দায়ে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে আদালতে পদক্ষেপ গ্রহণ করা হবে।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ