• বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
জেএএফএস’র সহযোগিতায় মাইসছড়িতে ত্রাণ পেলো এক হাজার পরিবার রাঙামাটি শহীদ মিনারে জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন গুইমারায় মাদক দ্রব্য ইয়াবা সহ গ্রেফতার ২ কংলাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাজেক উন্নয়ন ফোরাম কর্তৃক শিক্ষাসামগ্রী বিতরণ দীর্ঘ দেড় যুগ পর কাল মানিকছড়িতে বড়সড় আয়োজনে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ লংগদুতে কৃষি ব্যাংকের ভুয়া ঋণের ফাঁদে আটারকছড়া ইউনিয়নের শতাধিক পরিবার ১২ লক্ষ্য টাকা আত্মসাতের অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কোর্টে মামলা খাগড়াছড়ি জেলা পরিষদে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর প্রশংসনীয় উদ্যোগ: দূর্গম সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় স্কুল ঘর নির্মাণ রোয়াংছড়ির সহ বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান টহল কার্যক্রম পরিচালনায় -ক্যাম্প কমান্ডার মেজর ইয়াসিন মোহনা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার শরীফ মো. আমান হাসান

বান্দরবানে ওমর ফারুক ত্রিপুরার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করলো পিসিসিপি

আসিফ ইকবাল, বান্দরবন জেলা প্রতিনিধি: / ২৫৮ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৮ জুন, ২০২৩

হাবিব আল মাহমুদ, বান্দরবান

ওমর ফারুক ত্রিপুরার ২য় মৃত্যুবার্ষিকীতে নওমুসলিমদের মাঝে একবেলা খাবার, সিরাত গ্রন্থ এবং দোয়া মাহফিলের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখা।

রবিবার রাতে এশার নামাজের পর বান্দরবান পৌরসভার ৯ নং ওয়ার্ড, টাংকি পাহাড় এলাকার নওমুসলিম পাড়ায় এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে নওমুসলিমদের মাঝে ওমর ফারুক ত্রিপুরার জীবনী এবং তার কার্যক্রম গুলো নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন পিসিসিপি, বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল। তিনি বলেন, “শহীদ ওমর ফারুক ত্রিপুরা (রহঃ) পাহাড়ের সূর্য সন্তান। তার জীবনী আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি যেভাবে অপশক্তির তোয়াক্কা না করে সাহসিকতার সাথে দ্বীন প্রচার করে গেছেন, তা আমাদের জন্য অনুসরণীয়।” অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পিসিসিপি বান্দরবান জেলার সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন টাংকি পাহাড় জামে মসজিদের খতীব আব্দুর রহিম।

দোয়া মাহফিল শেষে প্রায় ৩০ টি নওমুসলিম পরিবারের মাঝে খাবার বিতরণ করে পিসিসিপি বান্দরবান জেলা শাখা।

এ সময় আরো উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান সদর উপজেলার সভাপতি জমির উদ্দিন, ছাত্রনেতা ইমন, সৈকত, মিসবাহ, মূসাসহ প্রমুখ।

উল্লেখ্য যে, ওমর ফারুক ত্রিপুরা (পূর্বনাম পূর্ণেন্দু ত্রিপুরাকে) ২০২১ সালের ১৮ ই জুন দিবাগত এশার নামাজের পর বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে পাহাড়ি সন্ত্রাসীগোষ্ঠী জেএসএস এর সদস্য রা।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ