১১ মে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ৩৪ বিজিবি অধিনস্থ নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপির একটি বিশেষ টহল ক্যাম্প ইনচার্জ কমান্ডার মো:বিপুল ইসলাম এর নেতৃত্বে মালীক বিহীন পরিত্যাক্ত অবস্থায় সাত প্যাকেট অর্থাৎ যার ওজন (০৭.৩৯৬) কেজি ক্রিস্টাল ম্যাথ আইচ উদ্ধার করা হয়।
১১ মে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিওপি ক্যাম্প (বিজিবি) ইনচার্জ কমান্ডার নায়েক মো: বিপুল ইসলাম।
বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ৩৪ বিজিবি অধিনস্থ নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপি ক্যাম্পের ইনচার্জ কমান্ডার নায়েক মো: বিপুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল গর্জনবুনিয়া এলাকার ডি, এস, বি ইট ভাটার পশ্চিম পার্শ্বে ময়ূরের বিল নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় মালিক বিহীন ৭ প্যাকেট যার ওজন ০৭.৯৬ কেজি ক্রিস্টাল ম্যাথ আইচ মাদক জব্দ করা হয়।
জব্দ কৃত মাদকের বাজার মূল্য ৩৬ কোটি ৯৮ লাখ টাকা বলে বিজিবি সূত্র জানান। এসময় জব্দ কৃত মাদক কক্সবাজার সদর দপ্তরে রেখে মামলার পক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানান।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস