দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকা বান্দরবানের থানচি লিক্রে সড়কটি আবারো পুনরায় চালু হয়েছে। সড়কটির ১৮ কিলোমিটার অংশ পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর নিয়ন্ত্রণে থাকায় এতদিন ঐ সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। এছাড়া সড়কটির বিভিন্ন অংশে নির্মাণ কাজও বন্ধ ছিল। সোমবার থেকে সেনাবাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সন্ত্রাসমুক্ত করেছে এলাকাটি।
আজ মঙ্গলবারও সড়কটির ১৯ কিলোমিটার অংশে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছে। এসব জায়গা থেকে কেএনএফ এর পুতে রাখা দুটি বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা।
পুলিশ ও স্থানীয়রা জানান সোমবার সকাল থেকে সড়কটির বাকলাই অংশে অভিযান শুরু হলে সেনাবাহিনীর সাথে কেএনএফ এর বন্দুকযুদ্ধ হয়। বিকেলে ১৮ কিলোমিটার অংশে ইউপিডিএফ গণতান্ত্রিকের সাথে কেএনএফ-এর আবারও বন্দুকযুদ্ধ শুরু হয়। রাত পর্যন্ত থেমে থেমে উভয় গ্রুপের মধ্যে গুলি চলে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি।
এদিকে সংঘর্ষের পর বাকলাই, পাড়া, হাইতং পাড়া, বোডিং পাড়া সহ বেশ কয়েকটি পাড়া থেকে ৩০টিরও বেশি পরিবার আতঙ্কে উপজেলা সদসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। এসব এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল মনসুর জানিয়েছেন থানচি লিক্র সড়কটি চালু করতে এবং সেটির নির্মাণ কাজ অব্যাহত রাখতে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক জানিয়েছেন বাকলাইসহ বিভিন্ন অংশে সেনাবাহিনীর সাথে কেএনএফ-এর গোলাগুলির খবর শোনা গেছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস