• রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বাচন কমিশনের পরিপত্রের জটিলতায় গুইমারাতে নতুন ভোটার হতে পারছেনা বাঙালীরা গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দীঘিনালায় স্কাউটস এর ত্রি- বাষিক কাউন্সিল অনুষ্ঠিত রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তির তিন লাখ টাকা জরিমানা  মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, আওয়ামীলীগ নেতা গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ বান্দরবানে ৩০ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বান্দরবানে ওএমএস কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক মাইসছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসকের খাগড়াছড়িতে আসছেন সাঈদীর কন্ঠের ওয়ায়েজ মাওলানা গোলাম আযম সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা ও বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

বান্দরবানের পৌর মেয়র ইসলাম বেবি মৃত্যুতে দীপংকর তালুকদার এমপি’র শোক

স্টাফ রির্পোটারঃ / ১৮৮ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবির মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

শনিবার (১৫ এপ্রিল২৩) সকালে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় দীপংকর তালুকদার এম.পি বলেন, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবির মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগ একজন নিবেদিত প্রাণ নেতাকে হারালো।

আজ সকাল সাড়ে ৬টায় তিনি চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গত ১৩ এপ্রিল তার শরীরে জ্বর আসে। পরদিন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ সকালে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। পরে সকাল সাড়ে ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শোক বার্তায় এম.পি আওয়ামী লীগে তার অবদানের কথা স্মরণ করে বেবীর মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য: বান্দরবান পৌরসভার দুইবার নির্বাচিত পৌর মেয়র ইসলাম বেবি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ১৯৬৮ সালে বান্দরবান মহকুমার ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক যুগ্ন সম্পাদক এবং সর্বশেষ ২০১৫ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ