• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ  গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে- ইউএনও মনজুর আলম মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার বাঙ্গালহালিয়াতে রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে অন্নকুট উৎসব সম্পন্ন রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কাপ্তাইয়ে ইউএনও এর বিদায় সংবর্ধনা নেত্রকোনায় জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিনে হিমু উৎসব জনগণের মন জয় করাই বিএনপি’র রাজনীতির লক্ষ্য মানিকছড়িতে ‘সম্প্রীতির বিশাল সমাবেশে’ ওয়াদুদ ভূঁইয়া গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান খাগড়াছড়িতে মাদকের ভয়াবহতা সম্পর্কে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

বান্দরবানের পৌর মেয়র ইসলাম বেবি মৃত্যুতে দীপংকর তালুকদার এমপি’র শোক

স্টাফ রির্পোটারঃ / ১৭৩ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবির মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

শনিবার (১৫ এপ্রিল২৩) সকালে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় দীপংকর তালুকদার এম.পি বলেন, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবির মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগ একজন নিবেদিত প্রাণ নেতাকে হারালো।

আজ সকাল সাড়ে ৬টায় তিনি চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গত ১৩ এপ্রিল তার শরীরে জ্বর আসে। পরদিন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ সকালে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। পরে সকাল সাড়ে ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শোক বার্তায় এম.পি আওয়ামী লীগে তার অবদানের কথা স্মরণ করে বেবীর মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য: বান্দরবান পৌরসভার দুইবার নির্বাচিত পৌর মেয়র ইসলাম বেবি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ১৯৬৮ সালে বান্দরবান মহকুমার ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক যুগ্ন সম্পাদক এবং সর্বশেষ ২০১৫ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ