জব্দ করা ৬ টি বার্মিজ গরু কেড়ে নিতে বিজিবির উপর গরু চোরাকারবারীদের পরিকল্পিত হামলার পর আত্মরক্ষায় গুলি চালালে ১ চোরাকারবারী নিহত হন। নিহত হামলাকারী আবদু জাব্বার সে রামু উপজেলার কাউয়ারকোপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত জাকের আহমদের ছেলে। এসময় ঘটনায় আরো ৩ জন আহত হন। তৎক্ষনাৎ আহতদের নাম পাওয়া যায়নি।
শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে টার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লে কর্ণেল মোঃ রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে ঘটনা নিশ্চিত করে স্থানীয়রা জানান, মিয়ানমারে চোরাই পথে অবৈধ ৬টি গরু ১১ বিজিবি নাইক্ষ্যংছড়ির আটক করে। সে আটককৃত গরু পাচারকারীরা ছিনিয়ে রামু উপজেলার কাউয়ারকোপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্বপাড়া পর্যন্ত নিয়ে আসলে বিজিবি গোপন সূত্রে খবর পেয়ে ফের আটক করার চেষ্টা চালায়। তাৎক্ষণিক এলাকাবাসী বিজিবির উপর হামলা চালালে বিজিবি প্রাণ রক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়। এসময় আব্দু জব্বার নামে এক ব্যাক্তি গুলি বিদ্ধ হয়ে মারা যান। এসময় জনতা ও বিজিবির সংঘর্ষে ৩জন আহত হন।
এম/এস