• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ বাহিনীর অভিযান মানিকছড়িতে ইয়ুথ গ্রুপের সক্রিয়করণ সভা অনুষ্টিত নৈতিক শিক্ষার মাধ্যমেই ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ বির্নিমানে কাংখিত ভূমিকা রাখতে হবে- অধ্যক্ষ আলী আলম আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে শতবর্ষের ঐতিহ্য,পাহাড়ের মাচাংঘর দীঘিনালায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: দুই শতাধিক পাহাড়ি-বাঙালি পেলেন চিকিৎসা সেবা খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিব কাপ্তাই শিশু নিকেতনে ভূমিকম্প ও  অগ্নিকান্ড বিষয়ক  মহড়া অনুষ্ঠিত  রামগড়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার ফেসবুকে মানহানিকর ভিডিও দেওয়ার জন্য  কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি’র থানায় জিডি গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি আশঙ্কা যশোরে শার্শার কায়বায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক দীঘিনালায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ২ জন

বান্দরবানে যৌথ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী “রকি” গ্রেফতার

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান: / ৩১১ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

বান্দরবানের যৌথ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী “রকি ভাই” ওরফে রকি বড়ুয়া (২৫) ও তার সহযোগী মোহাম্মদ ইমরান (২২) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ও গোয়েন্দা শাখা। শনিবার দুপুর একটায় বান্দরবান সদর থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বান্দরবান পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম।

গতকাল শুক্রবার সন্ধ্যায় সাতটায় সদর উপজেলার ৪নং সুয়ালক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত রকি ভাই” ওরফে রকি বড়ুয়া (২৫), বাজালিয়া ইউনিয়নের রড়দুয়ারা গ্রামের রাজীব বড়ুয়া ছেলে ও তার সহযোগী মোঃ এমরান (২২) চট্টগ্রাম জেলা সাতকানিয়া মৃত আব্দুল হকের ছেলে।

পুলিশ জানায়,দীর্ঘদিন ধরে বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক ব্যবসা, চুরি, ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল তারা। এরই অভিযোগে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাছাড়া রকি বিরুদ্ধে এসব অপরাধ্মূলক কাজে সাতকানিয়া থানায় আটটির মামলা রয়েছে জানান পুলিশ।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বান্দরবানের সুয়ালক ও হলুদিয়া এলাকায় দিন দুপুরে মোটরসাইকেল ব্যবহার করে পথচারিদের অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে মোবাইল, টাকা, ব্যাগ ছিনিয়ে নেয় সে, নারীদের করেন শ্লীলতাহানি। এই সময় তার সহযোগী থাকেন আরো বেশ কয়েকজন। ইয়াবা সেবন ও ইয়াবা ব্যবসার অর্থ যোগাড় করতেই ছিনতাইয়ের পথ বেছে নেয় তারা, আর তাদের ভয়ে এলাকার কেউ মুখ খোলার সাহস পায়না।

বান্দরবান পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম বলেন, বিভিন্ন সূত্রে শুনেছি বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় মাঝে মাঝে ছিনতাই হয়। এই খবর পাওয়া পর থেকে সেটি নিয়ে কাজ করা শুরু করেছি। ঘটনাটি সাথে জড়িত রকি বড়ুয়াকে গতকাল সন্ধ্যায় সদর থানা ও গোয়েন্দা শাখা যৌথ অভিযানে আটক করতে সক্ষম হয়েছি। সে মাদক ব্যবসা,চুরি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত এবং তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় ৮টির ও বেশী মামলা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ