• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ  গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে- ইউএনও মনজুর আলম মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার বাঙ্গালহালিয়াতে রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে অন্নকুট উৎসব সম্পন্ন রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কাপ্তাইয়ে ইউএনও এর বিদায় সংবর্ধনা নেত্রকোনায় জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিনে হিমু উৎসব জনগণের মন জয় করাই বিএনপি’র রাজনীতির লক্ষ্য মানিকছড়িতে ‘সম্প্রীতির বিশাল সমাবেশে’ ওয়াদুদ ভূঁইয়া গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান খাগড়াছড়িতে মাদকের ভয়াবহতা সম্পর্কে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

রামগড়ে আশ্রয়ন প্রকল্প নিয়ে পত্রিকায় মিথ্যা সংবাদের প্রতিবাদে ইউএনও’র সংবাদ সম্মেলন

স্টাফ রির্পোটারঃ / ২৭৫৯ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

সরকারের অগ্রাধিকার প্রকল্প ‘আশ্রয়ন প্রকল্প’ নিয়ে দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক ভোরের কাগজ পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের কারনে আশ্রয়ন প্রকল্পর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে জানিয়ে সংবাদ সম্মেলন করলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত প্রেস রিলিজ পাঠ করেন মমতা আফরিন। তিনি বলেন, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পারিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

গত ০৩ এপ্রিল ২০২৩ তারিখে ‘আজকের পত্রিকা’ আশ্রয়ণ প্রকল্পের ঘরের নির্মাণ সংক্রান্ত এবং ‘ভোরের কাগজ Live’ রামগড়ে আশ্রয়ণ প্রকল্পের ঘরের পিলার ধসে যুবক আহত সংক্রান্ত ২টি সংবাদ প্রকাশ করেছে।

প্রকাশিত সংবাদ দুইটির তথ্যসমূহের সত্যতা উপজেলা প্রশাসন রামগড়ের পক্ষ থেকে সরেজমিনে স্পটে ভিজিট করে যাচাই করি এবং ভিডিওচিত্র ধারণ করি। এ থেকে প্রথমেই সবাইকে জানাতে চাই, তথ্যগুলি মিথ্যা, মনগড়া, ষড়যন্ত্রমূলক এবং সংবাদকর্মীগণ বানোয়াট সংবাদ প্রকাশ করেছেন। আমি এই নিউজ দুইটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

তিনি আরো বলেন, রামগড় উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যে ৪৭৬টি গৃহ নির্মাণ করা হয়েছে, উল্লিখিত সংবাদের গৃহটি এর মধ্যে নির্মিত হয়নি। মূলত সংবাদের ঘরটি মোটেও আশ্রয়ণ প্রকল্পের ঘর নয়। উল্লিখিত ব্যক্তিটির নিজের খতিয়ানভুক্ত জায়গায় তার বসতঘর পুড়ে যাওয়ার পর ২০২০ সালে অন্য একটি প্রতিষ্ঠান থেকে ঘরটি তাকে করে দেওয়া হয়। এ ঘর নির্মাণের সাথে উপজেলা প্রশাসন রামগড়ের কোনো সম্পৃক্ততা ছিলোনা।

গৃহটি সরেজমিনে পরিদর্শনকালে উপস্থিত জনগণের মাধ্যমে জানতে পারি ঘরটির বারান্দার পিলারটিতে কোনো ত্রুটি ছিলোনা। উল্লিখিত প্রতিবন্ধী ব্যক্তিটিও জানিয়েছেন ঘটনার দিনে তার ইজিবাইক পিলারের পাশে চার্জ দিচ্ছিলেন, সামনে একটা ইট দেওয়া ছিলো, তার মেয়ে ইটটি ভুলবশত সড়িয়ে দিলে ইজিবাইকটি পিলারে ধাক্কা দেয়।

সেসময় উক্ত যুবক পিলারটি ডান হাত দিয়ে ধরতে গেলে তার হাতে পিলার পড়ে হাত ভেঙ্গে যায়।
তিনি বলেন, এ থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে, কোনো কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদীতভাবে বর্তমান সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের যে উদ্যেগ, সে উদ্যেগকে বাধাগ্রস্থ করতে তথ্য বিকৃত করে এসব মিথ্যা, বানোয়াট সংবাদ প্রচার করছে। যারা এসব মিথ্যা সংবাদ প্রচারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে, উপস্থিত সংবাদ কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ