খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কের রাঙ্গাপানি এলাকায় যৌথবাহিনীর তল্লাশিতে দুইটি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ এক সন্ত্রাসী আটক হয়েছে।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার পর গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল বারীর নেতৃত্বে যৌথবাহিনী মানিকছড়ি-লক্ষ্মছড়ি সড়কের রাঙ্গাপানি এলাকায় সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে একটি মোটরসাইকেলে আসা এরেশে মারমা (৫৫) নামক এক সন্ত্রাসীকে ১টি দেশীয় তৈরি লং এলজি,১টি দেশীয় তৈরি শর্ট এলজি এবং ৫টি কার্তুজসহ আটক করা হয়। সে উপজেলার কুমারী এলাকার মৃত লাব্রেচাই মারমার পুত্র। আটক এরেসে মারমাকে জিজ্ঞাসাবাদে সে ইউপিডিএফ মূল দলের কর্মী বলে স্বীকার করেছে। পারে উদ্ধারকৃত অস্ত্র ও আটক সন্ত্রাসীকে থানায় সোর্পদ করা হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মো. আনচারুল করিম সত্যতা নিশ্চিত করেছেন।
এম/এস