• শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচন কমিশনের পরিপত্রের জটিলতায় গুইমারাতে নতুন ভোটার হতে পারছেনা বাঙালীরা গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দীঘিনালায় স্কাউটস এর ত্রি- বাষিক কাউন্সিল অনুষ্ঠিত রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তির তিন লাখ টাকা জরিমানা  মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, আওয়ামীলীগ নেতা গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ বান্দরবানে ৩০ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বান্দরবানে ওএমএস কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক মাইসছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসকের খাগড়াছড়িতে আসছেন সাঈদীর কন্ঠের ওয়ায়েজ মাওলানা গোলাম আযম সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা ও বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

মাটিরাঙায় ত্রিশ লাখ টাকার অবৈধ ভারতীয় ঔষধ জব্দ : আটক-১

স্টাফ রির্পোটারঃ / ৩৭১ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা ৩০ লাখ টাকার অবৈধ ভারতীয় ঔষধ জব্দ করেছে মাটিরাঙা থানা পুলিশ। এসময় অবৈধ ভারতীয় ঔষধ পাচারের সাথে জড়িত দিনমোহন ত্রিপুরা (২৪) নামে একজনকে আটক করেছে মাটিরাঙা থানা পুলিশ।

দিন‌মোহন ত্রিপুরা (২৪) মা‌টিরাঙ্গা সদর ইউ‌নিয়‌নের ৭নং ওয়া‌র্ডের ধনিরামপাড়ার চাঁন ‌মোহন ত্রিপুরা প্রকাশ কু‌লি ত্রিপুরার ছে‌লে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকালের দিকে খাগড়াছড়ির মাটিরাঙা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদয়পাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় ঔষধসহ তাকে আটক করা হয়।

বিভিন্ন ধরনের অবৈধ ভারতীয় ঔষধ আটকের বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ উপায়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অবৈধ ভারতীয় ঔষধ মাটিরাঙা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদয়পাড়া এলাকায় মজুদ করা হয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় দীনমোহন ত্রিপুরার একচালা ঘরে মজুদ করা ১০টি প্লাস্টিকের বস্তায় রাখা ৬ লাখ ২৫ হাজার ৮শ ৪০ পিস অবৈধ ভারতীয় ঔষধ উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময়
দিনমোহন ত্রিপুরা (২৪) কে আটক করে মাটিরাঙা থানা পুলিশ।

এ ঘটনায় অবৈধ ভারতীয় ঔষধ পাচারের সাথে জড়িত দিনমোহন ত্রিপুরাসহ দুই জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মাটিরাঙা থানায় একটি মামলা দায়ের করেছেন মাটিরাঙা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রায়ই সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় ঔষধ প্রবেশ করছে। এসব ভারতীয় ঔষধ অবৈধ পথে আমদানি রোধে মাটিরাঙ্গা থানা পুলিশ কাজ করছে। আটককৃত ভারতীয় ঔষধের বর্তমান বাজারমূল্য ৩০ লাখ টাকারও বেশী বলে জানিয়েছেন তিনি।

এম/ম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ