বাঘাইছড়িতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে ২৬ মার্চ সকালের গৃহীত কর্মসূচি বাস্তবায়ন শেষে বিকেলের কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা প্রদান, বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা এবং উপজেলা পরিষদের পক্ষ হতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান সমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা। সংবর্ধিত অতিথিরা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও আঃ সবুর সহ বীর মুক্তিযোদ্ধারা ও শহীদ মুক্তিযোদ্ধা সন্তারা, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়, সহকারী কমিশনার ভূমি, থানার ওসি, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেস ক্লাব সভাপতি। সভায় বক্তব্য রাখেন, ওসি শাহাদাৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন সহ অতিথি বৃন্দ। বক্তাদের বক্তব্যে দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন শীর্ষক আলোচনায় দিবসটির উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
পরিশেষে ইফতার ও দোয়া মাহফিলে মুনাজাত করেন, বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের প্রেস ঈমাম মাঃ আহমেদ বিন হাবিব। এছাড়াও দিবসটি উদযাপনের অংশ বিশেষ সন্ধায় উপজেলা সদরের গুরুত্বপূর্ণ ভবন সমূহ আলোক সজ্জায় সজ্জিত করা হয়।
এম/এস