ভয়াবহ অগ্নিকাণ্ডে বান্দরবানের থানচি উপজেলা বাজারের ৪০টির অধিক দোকান ও বসতঘর আগুনে পুড়ে গেছে। শনিবার সকাল ৮টায় বাজারের দক্ষিণ পাশ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
মুহূর্তে ৪০ টির অধিক দোকান ও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর দমকল বাহিনীর একটি ইউনিট, থানচি বিজিবি ক্যাম্পের সদস্য, পুলিশ ও স্থানীয়রা মিলে প্রায় দু ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা জানিয়েছেন, আগুনে থানচি বাজারের ব্যাপক ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর একটি মাত্র ইউনিটের কারণে আগুন সহজে নিয়ন্ত্রণ আনা যায়নি। অগ্নিকাণ্ডে বাজারের ৪০ টিরও বেশি দোকান বসতঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে।
গত ২২ শে মার্চ ভোরে ভয়াবহ আগুনে থানচি বলিপাড়া বাজারের অর্ধ শতাধিক দোকান বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। ২০২০ সালে ভয়াবহ আগুনে থানচি বাজার পুড়ে ছাই হয়ে গিয়েছিল।
এম/এস