সারাদেশের ন্যায় রাঙ্গামাটির লংগদু উপজেলায় ৮৩টি পরিবার বুঝে পেল আশ্রয়ণ প্রকল্পের উপহার ঘর ও জমির কাগজ। সারা দেশের ৭ টি জেলার ১৫১টি উপজেলায় ভুমিহীন ও গৃহহীন মুক্ত এবং একযোগে ৩৯,৩৬৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় লংগদুতে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত ঘর ও জমি হস্তান্তর বিষয়ক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমানের (অ.দা.) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু থানার (ওসি তদন্ত) সানজিদ আহাম্মেদ, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু ,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,লংগদু উপজেলা প্রকৌশলী শামসুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, লংগদু উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ সেলিম মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল,এছাড়াও গুলশাখালী ও আটারক ছড়া ইউনিয়নের চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ অত্র উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এসময় উক্ত প্রকল্পের সুবিধাভোগী ব্যাক্তিরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।তার সাথে সাথে তারা উক্ত ঘর পাবার ক্ষেত্রে সার্বিক সহযোগীতা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান ও জনপ্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এম/এস