জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ৭ মার্চের ভাষণ উপলক্ষে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কর্মসূচি পালন করছে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন।
মঙ্গলবার (৭মার্চ) ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সকাল আট ঘটিকায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে সকাল ৮.১৫ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও ৮.৩০ মিঃ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক ৭ই মার্চ স্বাধীনতার দিকনির্দেশনা দিবস উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দিলীপ কুমার দাস এর সভাপতিত্বে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু নাছের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি আলী হেসেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি ও নগর পিতা জমির হোসেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরে আলম খোকন, আওয়ামী যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি মনিরা বেগম,কলেজ ছাত্র লীগের সভাপতি মামুন অর রশিদ, পৌর ছাত্রলীগের আহবায়ক মোরশেদ আলম। এ ছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তুন্টমনি খীসা, কৃষক লীগের মোঃ আজিজ, শ্রমিক লীগের সভাপতি রফিক আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটি বাঙালি জাতির জীবনে অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্য বহন করে এবং বাঙালি জাতির অনুপ্রেরণার অনিবার্ণ শিখা হয়ে অফুরন্ত শক্তি ও সাহস যুগিয়ে আসছে। একইসাথে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ‘‘বিশ্ব ঐতিহ্যের দলিল” হিসেবে হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে।
এম/এস