• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ পদ্মায় জেলের জালে ধরা এক চিতল বিক্রি হলো ২২ হাজার টাকা বাঙ্গালহালিয়াতে অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন ২০২৪ইং নির্বাচন সম্পন্ন পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান- ওয়াদুদ ভূঁইয়া রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ  গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে- ইউএনও মনজুর আলম মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

শনিবার লামায় যাচ্ছেন এলজিআরডি ও পার্বত্য মন্ত্রী

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা / ২৭০ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

আগামী শনিবার (৪ ফেব্রæয়ারি) বান্দরবানের লামায় সরকারি সফরে আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। নবনির্মিত লামা উপজেলা কমপ্লেক্স ভবন উদ্বোধন এবং উপজেলা পরিষদ মাঠে আয়োজিত বিশাল জনসভায় তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি এবং লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বিষয়টি নিশ্চিত করেছেন। ৪ ফেব্রæয়ারি সকাল সাড়ে ১০টায় মন্ত্রী লামা উপজেলায় উপস্থিত হবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলজিআরডি মন্ত্রী শনিবার বেলা ১১টায় নবনির্মিত লামা উপজেলা কমপ্লেক্স ভবন উদ্বোধন এবং উপজেলা পরিষদ মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন। দুপুর ২টায় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন।

এরপর এলজিআরডি মন্ত্রী বিকেল ৪টায় লামার সরই কোয়ান্টাম ফাউন্ডেশন পরিদর্শন করবেন। বিকেল ৫টায় মন্ত্রী চট্টগ্রাম নিজ বাসভবনের উদ্দেশ্যে লামা ত্যাগ করবেন।

প্রসঙ্গত, স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক ১৬ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত লামা উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ, প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে উপজেলা চেয়ারম্যান-ইউএনও বাসভবন নির্মাণ ও বিভিন্ন রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল সহ লামা উপজেলায় আরো প্রায় ২শত কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ