খাগড়াছড়ি জেলার মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়নের দূর্গম এলাকার মিলনপুর খগেন্দ্র শান্তি ফাউন্ডশনের উদ্যোগে ২৫ ডিসেম্বর রোজ রবিবার মুবাছড়ি ইউনিয়নের মিলনপুর বৌদ্ধবিহার মাঠে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা করেছে।
উক্ত ক্যাম্পেইনে দূর্গম এলাকার দুঃস্থ ও হতদরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও ইসিজি নির্ণয় করণ কর্মসূচি এবং উপস্থিত দুঃস্থ ও হতদরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা রয়েছে। এহেন মহতী উদ্যোগে দূর্গম পাহাড়ী এলাকায় এমন উদ্যোগকে স্থানীয় জনসাধারন স্বাগত জানায়। মহিলা, শিশু ও বয়োবৃদ্ধগণ নিজেদের দোরগোড়ায় এরূপ উন্নত চিকিৎসা সেবা পেয়ে খগেন্দ্র শান্তি ফাউন্ডেশনের কর্তৃপক্ষকের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ ব্যক্ত করেন।
উক্ত ক্যাম্পেইনে ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন অর্থো কিডস ও ট্রমা সেন্টার প্রতিষ্ঠাতা ডাক্তার নয়ন ময় ত্রিপুরা ও গর্ভধারিনী মাতা শান্তি বালা ত্রিপুরা(৬৫) খগেন্দ্র শান্তি ফাউন্ডেশন কর্তৃক উক্ত কার্যক্রমে মেডিকেল অফিসার ডাঃঅগ্নিভ চাকমা(তুর্য), নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ রিপল বাপ্পি চাকমা, সার্জারি রোগ বিশেষজ্ঞ ডাঃদিগন্ত চাকমা, অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাঃ সুবীর চাকমা, গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ বিউটি চাকমা, অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাঃ আশীষ তঞ্চঙ্গ্যা, স্ট্রোক, উচ্চ রক্তচাপ,প্যারালাইজড ডাঃ মোঃ রুবেল, মেডিকেল অফিসার ডাঃ রাকিব উদ্দিন, মেডিকেল অফিসার ক্যাচিংহ্লা মারমা, দন্ত রোগ প্রযুক্তিবিদ সানু মারমা, মেডিকেল ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাঃ শিমুল কর, মেডিকেল অফিসার ডাঃ নুনু মং মারমা, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ রাজেন্দ্র ত্রিপুরা, এলার্জি ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডাঃ দীপা ত্রিপুরা শুকলা, মেডিকেল অফিসার ডাঃ উসেমং মারমা ও ফার্মাসিস্ট রাজীব পাল সহ অন্যান্য সহযোগীগণ।
এ সময়ে অর্থো কিডস ও ট্রমা সেন্টার প্রতিষ্ঠাতা ডাক্তার নয়ন ময় ত্রিপুরা বলেন খাগড়াছড়ি জেলার প্রতিটি উপজেলায় ধারাবাহিকতা বজায় রেখে এই রকম মানবিক কাজ করে আসছি, ভবিষ্যতেও অন্যে কোন উপজেলার দূর্গম এলাকায় এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
আজ সকাল ১০.০০ঘটিকায় এই মেডিকেল ক্যাম্পেইনটি শুরু করা হয় এবং বিকাল ৩.০০ঘটিকায় শেষ হয়।
এম/এস