খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার তৈচালাপাড়ার নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায়, হতদরিদ্র ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ৪০০ জন মানুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয় ৪৩ বিজিবির উদ্যোগে।
২৭শে নভেম্বর(রবিবার )সকাল ১১.০০ঘটিকায় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃকর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান,প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন জামিনীপাড়া ২৩ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডাঃ আশিকুর রহমান ও রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডাঃমোঃসাদ্দাম হোসেন।
রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাপাশি ৪৩ বিজিবির মানবিক সহযোগিতা, ও বিজিবির অধিনস্থ এলাকায় চিকিৎসা সেবার কার্যক্রম অতিতের ন্যায় অব্যাহত থাকবে।
এম/এস