পার্বত্যঞ্চলের সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান প্রতিরোধসহ পাহাড়বাসীর নিরাপত্তা নিশ্চিত করে এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ‘ সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর’ সহযোগীতায় কাজ করে যাচ্ছে মন্তব্য করে খাগড়াছড়ির রামগড় জোন ও ৪৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি বলেন, পার্বত্য চট্টগ্রামে সকল অপপ্রচার ভেদ করে নিরাপত্তাবাহিনী ও পাহাড়বাসীর মধ্যকার দীর্ঘদিনের সুসম্পর্ক এবং সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে নিরাপত্তাবাহিনী।
রবিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় জোন ও ৪৩ বিজিবি’র আওতাধীন বিভিন্ন গ্রামের গরীব, অসহায় ও দুস্থ পাহাড়ী-বাঙ্গালীদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিজিবি সবসময় পাহাড়ের অসহায় দরিদ্র জনগোষ্ঠীদের সম্প্রীতির ও উন্নয়নের সহায়তার কাজ করে যাচ্ছে, যা আগামীতেও অব্যাহত থাকবে। সীমান্ত এলাকার প্রায় ১৪০ পরিবার- হতদরিদ্র ও দুস্থ পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠীর হাতে এ উপহার সামগ্রী তুলে দেন জোন অধিনায়ক। উপহার সামগ্রীরর মধ্যেছিলো- সেলাই মেশিন, ঢেউটিন, চিকিৎসা বাবদ, সামাজিক অনুষ্ঠান, টিউবওয়েল, পায়ে চালিত রিক্সা, ত্রাণ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক রাজু আহম্মেদ, জোন জেসিও ঠান্ডু মিয়া, বিজিবি’র জোয়ানগন, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এম/এস