• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেড়াতে আসুন রূপের রাণী বান্দরবানে লামায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ ইতিহাদ এর উদ্যোগে লামায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত সরকারি পুকুরে মাছ শিকারের অভিযোগে লক্ষ টাকা জরিমানা করল উপজেলা প্রশাসন আগামীকাল শনিবার কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে জোন কমাণ্ডার’স স্কলারশিপ: অংশ নিচ্ছেন ৫১২ জন শিক্ষার্থী খাগড়াছড়ি প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠিত নদীর পাড়ে তামাক চাষ বন্ধে বিএটিবি’র কৃষক সমাবেশ আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে মানিকছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বই ও শিক্ষা উপকরণ উপহার প্রদান চাঁদার টাকা না দিলে হামলা বেপরোয়া হয়ে উঠেছে -সন্ত্রাসী রকি গ্রুপ ১ যুগ পর মহালছড়ি গণতান্তিক উপায়ে বাজার ব্যবসায়ী কমিটি গঠন ওলামা বাজার মাদ্রাসার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

মাগুরায স্বাস্থখাতের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে মাগুরায় গণ কমিটির মানববন্ধন

মাগুরা প্রতিনিধিঃ / ৩৬৭ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

আজ ১৮ অক্টোবর মঙ্গলবার মাগুরা চৌরঙ্গীর মোড়ের প্রেসক্লাবের সামনে মাগুরা জেলা গণ কমিটি আয়োজিত মাগুরার স্বাস্থখাতের দুর্নীতি, অব্যবস্থাপনা ও ডাক্তারদের অতিরিক্ত ফী আদায়ের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানবন্ধন অনুষ্ঠানে বক্তারা মাগুরা জেলার চিহ্নিত অপচিকিৎসকদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করার জন্য জেলা সিভিল সার্জনের সমালোচনা করেন, পাশাপাশি অপচিকিৎসায় মৃত রোগীদের ব্যাপারে যথাযথ তদন্ত না হওয়ায় একের পর এক রোগী মারা যাচ্ছে, এব্যাপারে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখার জন্য বক্তারা আহবান জানান।

সমাবেশের সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী। সমাবেশ পরিচালনা করেন গণকমিটির সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য রাখেন, গণকমিটির যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম ফিরোজ, এটিএম আনিসুর রহমান, বাংলাদেশ জাসদ এর সাধারণ সম্পাদক কাজী জিন্নাতুর নূর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা কমিটির সদস্য নিখিল মিত্র, সদস্য বাসারুল হায়দার বাচ্চু, আব্দুল গফুর মোল্যা।

গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী বলেন, মাগুরায় চিকিৎসা ক্ষেত্রে চরম নৈরাজ্য চলছে। এখানে ব্যাঙের ছাতার মতো অবৈধ ক্লিনিক গজিয়ে উঠেছে। এগুলোতে কখনো নার্স ডাক্তার সেজে অপারেশন করে রোগী মেরে ফেলে, কখনো রোগীর শরীরে অন্য গ্রুপের রক্ত ঢুকিয়ে মেরে ফেলে। তারপর এদের কিছু জরিমানা হয়; কয়দিন ক্লিনিক বন্ধ থাকে; তারপর উপর মহলে টাকা দিয়ে আবারও খুলে যায় এসব ক্লিনিক। সরকারি হাসপাতালে চিকিৎসা অপর্যাপ্ত, সাধারণ রোগীদের ওষুধ, টেস্ট, অপারেশনসহ বেশিরভাগ চিকিৎসা হাসপাতালের বাইরে থেকে নিতে হয়। ফলে রোগীরা এসব ক্লিনিকে যেতে একভাবে বাধ্য হয় এবং অপচিকিৎসার শিকার হন। মাগুরা জেলায় চিকিৎসা ক্ষেত্রে নৈরাজ্য বন্ধ করে, সুচিকিৎসার ব্যবস্থা করতে সমাবেশ থেকে আয়োজকরা দাবি জানান।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ