শিমের সবুজ ক্ষেতে নতুন ফোটা সাদা বেগুনি ফুলে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি হয়েছে।সাথে ছড়ায় ছড়ায় ঝুলছে শিম।চোখে পড়ার মতো এমন দৃশ্য এখনখাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের পূর্ব বড় পিলাক গ্রামের টিলা ভূমিতে। শিম শীতকালীন সবজি হলেও পাহাড়ি টিলা ভূমিতে চাষ হওয়া শিম চাষে ভালো ফলন ও মূল্য পাচ্ছেন কৃষকেরা। অসময়ের আবাদ করা এ শিম নতুন সবজি হিসেবে বাজারে বেশ চাহিদা। দামও বেশি থাকে। ক্ষেতেও ভালো ফলন হচ্ছে। প্রতি বিঘা শিম চাষে বীজ, সার, কীটনাশক ও মাচার টাল দেয়া বাবদ প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়ে থাকে।
গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের পূর্ব বড়পিলাক গ্রামের পাহাড়ে টিলায় গিয়ে দেখা যায়, অনেক কৃষকই তাদের ক্ষেতে অসময়ের শিমের চাষ করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে শিম চাষী মোঃ শুক্কুর আলী জানান, আমি প্রায় ৪০ শতক জমিতে শিম চাষ করেছি। প্রতি সপ্তাহে জমি থেকে ২ মণ করে শিম তুলতে পারছি। বাজারে শিমের ভালো দাম পাচ্ছি। সবকিছু ঠিক থাকলে সকল খরচ বাদ দিয়ে প্রায় আড়াই লাখ টাকা আয় করতে পারবো বলে আশা করছি।
এ বিষযে গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তা
ওঙ্কার বিশ্বাস জানান, এ বছর উপজেলার ১৬
হেক্টোর জমিতে গ্রীষ্মকালীন শিমের চাষ
করেছেন অসময়ের শিম হওয়ায় দামও ভালো
পাচ্ছেন কৃষকেরা।ফলে কৃষকেরা দিন দিন
শিম চাষে ঝুঁকছেন।
এম/এস