অদ্য ০২ অক্টোবর রবিবার ০১.০০ ঘটিকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপি‘র একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ বিওপির বদ্ধগেড়ামারা নামক স্থান হতে মালিকবিহীন ভারতীয় মদ আটক করা হয় , যার বাজার মূল্য-৪৫,০০০/- টাকা। আটককৃত ভারতীয় মদ জোরারগঞ্জ থানায় জিডি করা হয়েছে। পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
এছাড়া গত ০১ অক্টোবর ২০২২ তারিখ আনুমানিক রাত ০৯.০০ ঘটিকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ লাচারীপাড়া বিওপি‘র একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত লাচারীপাড়া বিওপির পিলাকছড়া নামক স্থান হতে মালিকবিহীন বাংলাদেশী বাচ্চাদের বিভিন্ন প্রকার মালামাল আটক করা হয়, যার বাজারমূল্য- ২২,১২০টাকা। আটককৃত বাংলাদেশী বাচ্চাদের বিভিন্ন প্রকার মালামাল সীতাকুন্ড কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক মোঃহাফিজুর রাহমান জানান,সীমান্ত সুরক্ষার পাশাপাশি, মাদক,চোরাচালান বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এম/এস