• শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচন কমিশনের পরিপত্রের জটিলতায় গুইমারাতে নতুন ভোটার হতে পারছেনা বাঙালীরা গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দীঘিনালায় স্কাউটস এর ত্রি- বাষিক কাউন্সিল অনুষ্ঠিত রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তির তিন লাখ টাকা জরিমানা  মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, আওয়ামীলীগ নেতা গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ বান্দরবানে ৩০ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বান্দরবানে ওএমএস কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক মাইসছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসকের খাগড়াছড়িতে আসছেন সাঈদীর কন্ঠের ওয়ায়েজ মাওলানা গোলাম আযম সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা ও বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

মাটিরাঙ্গা পৌর শ্রমিকলীগের সম্মেলন : সভাপতি-আলম; সম্পাদক-জসিম

স্টাফ রির্পোটারঃ / ৩০৪ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

জাতীয় শ্রমিকলীগ মাটিরাঙ্গা পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল কালাম আলম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. জসিম উদ্দিন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগ মাটিরাঙ্গা পৌর শাখার আহবায়ক জাহাঙ্গীর হোসেন ফরাজী’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো. হারুনুর রশিদ ফরাজী।

সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ হারুন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটন, খাগড়াছড়ি জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক রিকন চাকমা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তছলিম উদ্দিন রুবেল প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন।

শ্রমিকদের কোন ভাবে ছোট করে দেখার সুযোগ নেই মন্তব্য করে বক্তারা বলেন, শ্রমিকদের হাত ধরেই সমৃদ্ধ হয়ে উঠেছে বাংলাদেশ। প্রতিনিয়তই এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে। তাই জাতীয় শ্রমিকলীগ গঠনের মধ্য দিয়ে এদেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের স্বপ্নযাত্রায় মাত্রা যুক্ত করা হয়েছিলো। তাই শ্রমিকদের যথাযথ সম্মান ও মর্যাদা দিয়ে এদেশ এগিয়ে নিতে যেতে কাজ করে যাওয়ার আহবান জানান বক্তারা।

পরে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত শ্রমিকলীগ নেতৃবৃন্দদের রায়ে মাটিরাঙ্গায় পৌর জাতীয় শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে মোঃ আবুল কালাম আলম বাস প্রতীক নিয়ে ৩০ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর ফরাজি জাহাজ প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মো: জসিম উদ্দিন রিকশা প্রতীক নিয়ে ৩৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ একই ভোট পাওয়ায় লটারির মাধ্যমে জসিম উদ্দিন বিজয়ী হয়েছেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ