• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ পদ্মায় জেলের জালে ধরা এক চিতল বিক্রি হলো ২২ হাজার টাকা বাঙ্গালহালিয়াতে অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন ২০২৪ইং নির্বাচন সম্পন্ন পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান- ওয়াদুদ ভূঁইয়া রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ 

মাটিরাঙ্গা পৌর শ্রমিকলীগের সম্মেলন : সভাপতি-আলম; সম্পাদক-জসিম

স্টাফ রির্পোটারঃ / ২৭৪ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

জাতীয় শ্রমিকলীগ মাটিরাঙ্গা পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল কালাম আলম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. জসিম উদ্দিন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগ মাটিরাঙ্গা পৌর শাখার আহবায়ক জাহাঙ্গীর হোসেন ফরাজী’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো. হারুনুর রশিদ ফরাজী।

সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ হারুন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটন, খাগড়াছড়ি জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক রিকন চাকমা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তছলিম উদ্দিন রুবেল প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন।

শ্রমিকদের কোন ভাবে ছোট করে দেখার সুযোগ নেই মন্তব্য করে বক্তারা বলেন, শ্রমিকদের হাত ধরেই সমৃদ্ধ হয়ে উঠেছে বাংলাদেশ। প্রতিনিয়তই এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে। তাই জাতীয় শ্রমিকলীগ গঠনের মধ্য দিয়ে এদেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের স্বপ্নযাত্রায় মাত্রা যুক্ত করা হয়েছিলো। তাই শ্রমিকদের যথাযথ সম্মান ও মর্যাদা দিয়ে এদেশ এগিয়ে নিতে যেতে কাজ করে যাওয়ার আহবান জানান বক্তারা।

পরে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত শ্রমিকলীগ নেতৃবৃন্দদের রায়ে মাটিরাঙ্গায় পৌর জাতীয় শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে মোঃ আবুল কালাম আলম বাস প্রতীক নিয়ে ৩০ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর ফরাজি জাহাজ প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মো: জসিম উদ্দিন রিকশা প্রতীক নিয়ে ৩৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ একই ভোট পাওয়ায় লটারির মাধ্যমে জসিম উদ্দিন বিজয়ী হয়েছেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ