খাগড়াছড়িতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে তিন ফার্মেসীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা শহরের বিভিন্ন ঔষুধের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লিজা এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর নাউচিং চৌধুরী এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযানকালে মেয়াদবিহীন কাটা ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করায় উষমী ফার্মেসীকে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন কাটা ঔষধ সংরক্ষণ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ডিজিটাল ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদবিহীন কাটা ঔষধ সংরক্ষণ করায় নাসির ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লিজা বলেন, কিছু কিছু ফার্মেসীতে একই প্যাকেটে ও মোড়কে মেয়াদ ছাড়া কাটা ঔষধ, মেয়াদ শেষ ও মেয়াদ আছে এমন ঔষধ রাখছে। যা চিহ্নিত করা কষ্টকর। এ ধরণের কর্মকান্ড অন্যায়ও বটে বলছেন, ভোক্তা অধিকার কর্তৃপক্ষ।
এম/এস