খাগড়াছড়ির দীঘিনালায় সকল শ্রেণি, পেশা, জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশে উপজেলার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্প্রীতি সমাবেশে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তারা স্ব স্ব ধর্মের অর্পিত সম্প্রীতির বাণী ও দীঘিনালা উপজেলায় সকল জাতি, ধর্ম, বর্ণ ও সকল শ্রেণি পেশার মানুষের সাম্প্রদায়িক বৈরিতা ভুলে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলার আহ্বান জানান।
এসময় সম্প্রীতি সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. এনামুল হক, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা থানা অসি (তদন্ত) মো. ওসমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলার সাংবাদিকবৃন্দ, সকল ধর্মীয়, শিক্ষা, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সামাজিক সংগঠন রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন ও স্কাউটের সেচ্ছাসেবীবৃন্দ।
এম/এস