“অর্থ নয় সেবাই আমাদের মূল লক্ষ্য” স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় স্বাস্থ্য ও সেবামূলক প্রতিষ্ঠান গ্রীণ লাইফ ডায়াগনস্টিক এন্ড মেটারনিটি ক্লিনিক’র উদ্বোধনী অনুষ্ঠান ও গুণীজনদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
১০ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন গ্রীণ লাইফ ডায়াগনস্টিক এন্ড মেটারনিটি ক্লিনিক’র শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উপজেলার জনসাধারণের সকল প্রকার মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে গ্রীণ লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে মেটারনিটি ক্লিনিক সংযুক্ত করে ‘গ্রীণ লাইফ ডায়াগনস্টিক এন্ড মেটারনিটি ক্লিনিক’ হিসেবে রুপান্তরিত করা হয়।
এছাড়াও মেটারনিটি ক্লিনিকে ২৪ ঘন্টা জরুরি বিভাগ, আউটডোর-ইনডোর, নরমাল ডেলিভারী, সিজারিয়ান, ২৪ ঘন্টা ফার্মেসী, ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিস সহ অভিজ্ঞ মহিলা ডাক্তার দ্বারা সার্বক্ষণিক নরমাল ডেলিভারী ও সিজারিয়ান সহ সকল প্রকার সেবা মিলবে এই শীতাতপ নিয়ন্ত্রিত মেটারনিটি ক্লিনিকে।
এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সমাজ সেবক মো. জসীম উদ্দিন, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, দৈনিক যায়যায়দিন’র প্রতিনিধি মহাসিন মিয়া সহ অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এম/এস