“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার রামগড়ে খোলা বাজারে ওএমএসেরর চাল বিক্রয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১সেপ্টেম্বর সকাল ১০ঘটিকায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএসের চাল বিক্রয়ের কার্যক্রম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃইখতেয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী। এতে আরো উপস্থিত ছিলেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিমো চাকমা, খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ আলম,সাংবাদিক শুভাশীষ দাস,রতন বৈষ্ণব ত্রিপুরা,মোঃনিজাম তুহিন,মোঃমাসুদ রানা,মোঃশরীফ প্রমূখ। উক্ত কর্মসূচীর আওতায় শুক্র ও শনিবার ছুটির দিন ব্যাতিত সপ্তাহের ৫দিন ৩০ টাকা দরে জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি করে চাল নিতে পারবে।উদ্বোধনী দিনে ৩ জন ডিলারের মাধ্যমে ৩টি পয়েন্টে এই চাল বিক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে। মাষ্টারপাড়া বাজার ডিলার মোঃশাহ-আলম, রামগড় বাজার ডিলার মোঃহাঁশেম খাঁ এবং সোনাইপুল বাজার ডিলার মিলন কান্তি দাশ,এই ৩জন ডিলারের মাধ্যমে তিনটি পয়েন্টে মোট ৬ হাজার কেজি চাল বিক্রয় করা হবে।
এম/এস