• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আ.লীগ আবার ফিরে আসবে’ মন্তব্যে শাস্তির মুখে ইউএনও মহালছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত  ক্যায়াংঘাট ইউনিয়ন বিএনপির ৭১ বিশিষ্ট কমিটি গঠিত দূর্গাপুরে বই পড়ে পুরস্কার পেল ১২ শিক্ষার্থী দূর্গাপুরে কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা দুর্নীতির সাম্রাজ্যে বসে প্রধান প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছেন আবদুর রশিদ! রোয়াংছড়ি থানায় উপস্থিত সুশীল সমাজের সাথে  মতবিনিময়- পুলিশ সুপার মুবাছড়ি ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও হস্তান্তর সম্পন্ন সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত কাপ্তাইয়ে অর্থনৈতিক শুমারিতে কাপ্তাই উপজেলা নির্বাহী কার্যালয়ের তথ্য প্রদান লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মিলনমেলা  মাইসছড়িতে মায়ের চোঁখের সামনেই শিশুর মর্মান্তিক মৃত্যু

বিক্ষোভে জনসমুদ্র: লামায় স্মরণকালের বৃহৎ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা / ২০০ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

লামায় স্মরণকালে বৃহৎ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ই আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১টায় লামা পৌর বাস টার্মিনালে লামা পৌরসভা ও ৭টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা মিছিলে মিছিলে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি বাস টার্মিনাল হতে শুরু হয়ে লামা বাজার প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভাস্থলে মিলিত হয়।

লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল এবং লামা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মিছিলের নেতৃত্ব দেয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর মোঃ রফিক সহ প্রমূখ।

লামা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, মোস্তফা জামাল, মোঃ জহিরুল ইসলাম ও মোঃ রফিক। প্রখর রোদকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ সমাবেশে বক্তাদের কথা শুনেন।

“একটা দুইটা বিএনপি ধর-ধরইরা ধরইরা বস্তা ভর, শেখ হাসিনার সরকার-বার বার দরকার, মুজিব কন্যার সরকার-উন্নয়নের সরকার, ৭১’র দালালেরা-হুশিয়ার সাবধান, জামায়াত বিএনপি রাজাকার-এই মুহুর্তে বাংলা ছাড়” ইত্যাদি স্লোগানের মঙ্গলবার দিনে কাঁপছে লামার রাজপথ। প্রতিবাদ সমাবেশে আওয়ামীলীগ নেতারা বলেন, “বিএনপি’র সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আবারো শেখ হাসিনা তথা জাতীয় উন্নয়নের সরকার গঠনে আমরা ঐক্যবদ্ধ। পার্বত্য জনপদ-বান্দরবানে ব্যাপক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বীর বাহাদুরকে আবারো বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান জানান বক্তারা।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ