• বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
গোয়ালন্দে প্রাথমিক শিক্ষকদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলায় কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত মানবতার সেবায় এগিয়ে এপেক্স ক্লাব অব বান্দরবান দু:স্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের মাঝে বিজিবি’র আর্থিক অনুদান রাজস্থলী স্বাস্থ্য বিভাগের অনুমতি ছাড়া লক্ষ টাকার গাছ কাটার অভিযোগ নতুন ধান তোলা নিয়ে পাহাড়ে উৎসবের আমেজ পাহাড় জুড়ে সুবাস, কৃষকের মুখে হাসি অজপাড়াগাঁয়ের মেয়ে -খ্যাই উ প্রু মারমা পেলেন জননী  জয়িতা পুরস্কার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চবি শিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়ি রিজিয়ন এর আয়োজনে সম্প্রীতির কনসার্ট ও সাংস্কৃতিক সন্ধ্যা  আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রামগড়ে ছাত্রদলের মানববন্ধন আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দীঘিনালা উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের মানববন্ধন মহান বিজয় দিবস উপলক্ষে কাপ্তাইয়ে উন্মুক্ত নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

লামার সরই ইউনিয়নে ১৭০ পিস ইয়াবা সহ আটক-৩

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা / ৯১৮ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

লামা উপজেলার সরই পুলিশ ফাঁড়ির অভিযানে ১৭০ পিস ইয়াবা, ১টি মোটর সাইকেল সহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতরাতে (২৮ আগস্ট দিবাগত রাত) ১০টায় সরই ইউনিয়নের ৬নং ওয়ার্ড কম্পনিয়া এলাকার রেথোয়াই মার্মার বাড়ির সামনে লামা সুয়ালক সড়কে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, মোঃ আলমগীর হোসেন (২৯) পিতা- আব্দুর রব, মাতা-আছিয়া বেগম, গ্রাম- বাজার পাড়া, ০৪ ওয়ার্ড, সরই ইউনিয়ন, থানা-লামা, ২। মোহাম্মদ দিদারুল হক (২৫), পিতা-মোঃ ফরিদুল আলম, মাতা-রাশেদা বেগম, সাং-দক্ষিন পুটিবিলা (খুলু মিয়া চৌকিদারের বাড়ী), ০১ নং ওয়ার্ড, ০৭নং পুটিবিলা ইউনিয়ন, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ কালু (২২) পিতা-মৃত আব্দুল মালেক, মাতা-মমতাজ বেগম, সাং- সওদাগর পাড়া ০১নং ওয়ার্ড, লোহাগাড়া ইউনিয়ন, থানা-লোহাগাড়া।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরই ফাঁড়ি পুলিশ জানতে পারে, লামা হতে কতিপয় ৩ জন মাদক ব্যবসায়ী মাদক নিয়া কেয়াজুপাড়া অভিমুখে আসিতেছে। তাদের উল্লেখিত স্থানে মোটর সাইকেলের গতিরোধ করতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সঙ্গীয় পুলিশ সহ ধাওয়া করে তিন জনকে আটক করি। এসময় তিনজনকে আটক করে জনসম্মুখে তল্লাশি করলে ১নং আসামী মোঃ আলমগীর হোসেন এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত লুঙ্গির কোচা হইতে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩নং আসামী মোঃ কালু এর দেহ থেকে ৭০ পিস সর্বমোট ১৭০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজার মূল্য ৫১ হাজার টাকা। এছাড়া ইয়াবা পরিবহণ কাজে ব্যবহৃত একটি নীল সাদা রং এর Apache RTR 4V 160 সিসি মোটর সাইকেল, যাহার নম্বার প্লেটে চট্টমেট্রো- ল-১৬-৯৩৪৩ লেখা আছে, যাহার ইঞ্জিন নং-AE7FK2701065, চেসিস নং-PS637AE75L6B18586 আটক করা হয়।

সরই পুলিশ ফাঁড়ির এসআই মোঃ মফিজুল ইসলাম বলেন, ওসি লামা থানা এবং ফাঁড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ দেলোয়ার হোসেন এর পরামর্শ ও নির্দেশনায় এই অভিযান পরিচালনা করি।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ধৃত আসামীরা ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ও স্বজ্ঞানে ইয়াবা ট্যাবলেট মোটর সাইকেলে পরিবহন এবং সহযোগীতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০(ক)/৩৮/৪১ ধারার অপরাধ করে। বিষয়টি আমলে নিয়ে মামলা দায়ের করা হয়।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ