তৃনমুল শিক্ষকদের অংশগ্রহণে খাগড়াছড়ির মাটিরাঙায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ আগষ্ট) বেলা ১১টার দিকে বিনোদন কেন্দ্র জলপাহাড়ের হল রুমে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. এরশাদ আলী চৌধুরীর সভাপতিত্বে সাধারন সভায় প্রধান অতিথি হেসেব বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক নাদির আহম্মেদ।
মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. নুরুল আফছার, কেন্দ্রীয় কমিটির আদিবাসী বিষয়ক সম্পাদক সমীরন চাকমা ও মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মঞ্জুর মোরশেদ।
খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষক সমিতির অর্থ সম্পাদক ও গুইমারা উপজেলা শাখার সাধারন সম্পাদক কাজী বখতিয়ার রানা, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি শামিমা আক্তার, আবুল কালাম আযাদ, শয়ন ত্রিপুরা,
প্রাথমিক শিক্ষক সমিতিতে বিভাজন দু:খজনক উল্লেখ করে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক বলেন, আমরা পেশাজীবি এ সংগঠনে কোন ধরনের বিভাজন চাইনা। খুব শীঘ্রই দুই সংগঠনের নেতৃবৃন্দের সাথে বসে পেশাজীবি এ সংগঠনে ঐক্যের উদ্যোগ নেয়া হবে।
কিছুদিন আগে প্রাথমিক শিক্ষক অন্য একটি সংগঠন সৌজন্য সাক্ষাত করেছেন উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, সরকার যখন প্রাথমিক সিক্ষা ব্যবস্থা আর শিক্ষকদের উন্নয়নে কাজ করছে তখন এ বিভাজন অনাকাঙ্খিত। শিক্ষকদের নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে কাজ করারও আহবান জানান তিনি।
এম/এস