১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত। সীমান্তের অতন্দ্র প্রহরী ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন যামিনীপাড়া জোন এ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে। দুপুরে তবলছড়ি গ্রীন হিল কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৩ বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনীকে অনুসরণ করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে জোন এডজুডেন্ট নজরুল ইসলাম, তবলছড়ি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ভুঁইয়া, বড়নাল ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস, তবলছড়ি গ্রীন হিল কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, তবলছড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মনির হোসেন সহ কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পরে কুইজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেয়ার পাশাপাশি দরীদ্র শিক্ষার্থীদের বই ক্রয়ের জন্য নগদ অর্থ, ৭০টি ছাতা ও বিভিন্ন প্রজাতির ফলজ- বনজ গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি।
এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এম/এস