বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি (রিয়াজ-নজরুল) বান্দরবানের লামা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১১টা হতে বিকেল ৩টা পর্যন্ত মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অংশ নেয়। এসময় সকলের মতামতের ভিত্তিতে লামা উপজেলা কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি পদে মোঃ হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মিসেস সাবিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদক পদে মোঃ জাফর আলী, সাংগঠনিক সম্পাদক পদে থোয়াইনু মার্মা কে দায়িত্ব দেয়া হয়। আগামী ১ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে অনুমোদন নেয়ার জন্য নির্দেশনা দেয় কেন্দ্রীয় কমিটির নেতারা।
লামা মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে লামা উপজেলার ৮৫ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সভাপতি রনজিত কুমার ভট্টাচার্য, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা সভাপতি জনাব আমির হোসেন নয়ন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি এসএম দিদারুল আলম চৌধুরী, সহ সভাপতি মিসেস সেলিনা আকতার, ফরিদ উদ্দীন আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মল্লিকা বড়ুয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদ আল করিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিঠুন ভট্টাচার্য, সহ সাংগঠনিক সম্পাদক কশ্যপ সরকার অপু, সহ অর্থ সম্পাদক ফারুক আহমেদ, সহ সম্পাদক লিটন চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মং মার্মা, চট্টগ্রাম জেলা সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, লোহাগাড়া উপজেলা সম্পাদক মুজাহিদুল ইসলাম ও লামা উপজেলার প্রধান শিক্ষকগণ।
প্রধান শিক্ষক সমিতির আদর্শে উজ্জীবীত হয়ে ১০ম গ্রেড ও গেজেটেড মর্যাদা প্রতিষ্ঠায় নতুন কমিটির ভূমিকা থাকবে বলে নবনির্বাচিত নেতৃবৃন্দ অঙ্গীকার করেন। নতুন কমিটিকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এম/এস