রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবসে বিনামূল্যে জোন অধিনস্থ বাগান বাজার বিওপি ক্যাম্পের সামনে হতদরিদ্র ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত শতাধিক মানুষকে ঔষধ বিতরণ সহ ফ্রিতে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
১৫ ইআগস্ট(সোমবার)১০.০০ ঘটিকার সময় রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান এ চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান বলেন আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এ বিশেষ দিনেই জোন এলাকাতে বসবাসরত, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষকে, চিকিৎসা সেবা সহ সম্পূর্ণ ফ্রিতে ঔষধ বিতরণ করা হচ্ছে এবং রামগড় ৪৩ বিজিবি সীমান্ত সু-রক্ষার পাশাপাশি অতিতের ন্যায় এসব মানবিক কার্যক্রম চলমান রাখবে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন রামগড় ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ মনিরুল ইসলাম, মেজর ডাঃ মাহবুব আলম,সহ বিজিবির পদস্থ কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
এম/এস