• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি রামগড়ে জামায়াতে ইসলামের কর্মী ও সুধী সমাবেশ   সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিলেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন ঐতিহ্য ফিরে আসুক বান্দরবানে-থানজামা লুসাই রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বাঙ্গালহালিয়া ভিমাছড়া সার্বজনীন শ্রী শ্রী পঞ্চায়েত সংঘের উদ্যোগে গীতা পাঠ মাগুরার শ্রীপুরে মহিলা আওয়ামীলীগের সভাপতি পুলিশের হাতে গ্রেফতার বেড়াতে আসুন রূপের রাণী বান্দরবানে লামায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ ইতিহাদ এর উদ্যোগে লামায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত

মাটিরাঙ্গায় রাতে দোকান খোলার দায়ে জরিমানা

স্টাফ রির্পোটারঃ / ২৮৩ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৩১ জুলাই, ২০২২

সরকারী নির্দেশনা উপেক্ষা করে রাত ৮টার পর দোকান খোলা রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে মাটিরাঙ্গায় মোট ১০টি প্রতিষ্ঠান কে ১২হাজার ৮শত টাকা জরিমানা করা হয়।

গতকাল (৩০জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিজ তৃলা দেব।

বিশ্বব্যাপী জ্বালানীর অব্যাহত মূল্য বৃদ্ধিজনিত বিদ্যামান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে মাটিরাঙ্গায় রাত ৮টার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণি বিতান, ইত্যাদি বন্ধ রাখার বিষয়ে সতর্কতা জারি করে বার বার নির্দেশনা দেয়া হয়।

এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষে গতকাল রাতে মাটিরাঙ্গা বাজারের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে, রাত ৮টার পর দোকান খোলা রাখার অপরাধে ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ৯টি প্রতিষ্ঠান কে ২৮০০ টাকা একইসাথে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে মহিউদ্দিন সুইটস কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারা মোতাবেক ১০ হাজার টাকা সহ মোট ১২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। একই সময়ে তাদেরকে ভবিষ্যতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেয়া হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও
এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিজ তৃলা দেব বলেন, জনস্বার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ