“নিরাপদে মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার রামগড়ে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা মৎস অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মৎস কর্মকর্তা প্রণব কুমার সরকার।
২৩জুলাই সকাল ১০ টায় উপেজলার বিভিন্ন স্থানে মাইকিং এর মাধ্যমে প্রচারণা ও দুপুর ২ঘটিকায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেন।আগামী২৩-২৯ জুলাই পর্যন্ত নানা আয়োজনের মধ্যে দিয়ে দেশের বিভিন্ন স্থানের মতো রামগড় উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। এদিন মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার সরকার মৎস্য সপ্তাহ ২০২২ এর গৃহীত কার্যক্রম গুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন এবং সাংবাদিকদের করা নানা মুখি প্রশ্নের জবাব দেন।
এছাড়াও আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শুভাশীষ দাস,ফয়েজ আহম্মেদ মিলন,শাহাদাত হোসেন কিরণ,রতন বৈষ্ণব,মোশারফ হোসেন,করিম শাহ,মোঃমাসুদ রানা,সাইফুল ইসলাম,সাহেদ রানা,তুহিন নিজাম,জহিরুল ইসলাম,বেলায়েত হোসেন প্রমুখ।
এম/এস