দীঘিনালায় শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের মেয়ে শিশু ও নারীর ক্ষমতাতায়ন প্রকল্পের আওতায় ইউএনডিপির সহযোগিতায় ইপসা কর্তৃক স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে উপজেলা অডিটোরিয়াম ভবনে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন (রবিবার) সকাল ১০ টায় উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সুস্মিতা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা একে. এম. পেয়ার আহমেদ, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু। আরও উপস্থিত ছিলেন, ইপসা মনিটরিং অফিসার ইসমাইল হোসেন, জেন্ডার অফিসার মিল্টন চাকমা, কমিউনিটি মোবিলাইজার আইশা আক্তার, ডাইরেক্টর সুযশ চাকমা প্রমূখ।
এম/এস