বৃটিশ শাসনামলে খাগড়াছড়ির রামগড় ১৯২০ সালে মহাকুমা হিসেবে প্রতিষ্টা লাভ করে। ছবির ভবনটি মহাকুমা প্রশাসকের অফিস ছিল। বর্তমানে রামগড় উপজেলা পরিষদের নিজস্ব মালিকানাধীন জায়গায় শতবর্ষ পুরানো এই ভবনটিতে রামগড় উপজেলা পরিষদের মাধ্যমিক শিক্ষা অফিস, যুব উন্নয়ন অফিস ও পল্লী সঞ্চ্য ব্যাংক এর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রথম দিকে এই ভবনটিতে অবস্থান করে ততকালীন পার্বত্য চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব এইচ,টি,ইমাম এই এলাকায় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন।
এই ভবনটির প্রয়োজনীয় সংস্কারের জন্য রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার এর নিকট ৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। আমরা আশা করি খাগড়াছড়ির এই ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী ভবনটি রামগড়সহ জেলার অধিবাসীদের গর্বিত করতে আরো বহু বছর স্বমহিমায় বিরাজ করবে।