মাগুরার ছায়াবিথী সড়কের আব্দুর রশিদের “নিরব ইলেকট্রনিক্স” দীর্ঘদিন ধরে অটো রিকশা ভাড়া করে গ্রামগঞ্জে ও হাটে বাজারে মানহীন নিম্নমানের ইলেকট্রনিক্স সামগ্রী ও এলইডি বাল্ব বিক্রি করে জনগণের সাথে একধরনের প্রতারণা করছেন। এইসব বাল্বের মোড়কে বিভিন্ন চটকদার ওয়ারেন্টি গ্যারান্টি লেখা থাকলেও, বাস্তবে এই লেখা গুলোর কোন মূল্য বা ভিত্তি নেই । কোন পণ্যই বিএসটিআই কর্তৃক অনুমোদিত নয়, খোঁজ নিয়ে জানা যায় ঢাকার কাপ্তান বাজার হতে খুবই নিম্নমানের যন্ত্রাংশ কিনে এনে নিজস্ব ফ্যাক্টরিতে সংযোজন করে থাকেন। তার বিক্রয়কৃত এই ইলেকট্রিক বাল্ব গুলো দুই থেকে তিন দিন , কোন কোন ক্ষেত্রে লাগানোর সাথে সাথে নষ্ট হয়ে যায়। গ্রাহকরা জানান একদিকে এই পণ্য গুলো বিক্রি করে মালিক আব্দুর রশিদ যেমন গরিবের পকেট কাটছে, অন্যদিকে গ্রামাঞ্চলে প্রায়ই মারাত্মক বৈদ্যুতিক অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটছে। মাগুরার জনগণ প্রশাসন ও ভোক্তা অধিকার অফিসারকে নিরব ইলেকট্রনিক্সের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।