ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সিরাজুল ইসলাম, নবীনগর সার্কেল মহোদয়ের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, নবীনগর থানা জনাব আমিনুর রশিদ এর সার্বিক তত্ত্বাবধানে নবীনগর থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ১৩ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার, অভিযানকালে ফোর্সসহ নবীনগর থানাধীন ভোলাচং ০৯নং ওয়ার্ডস্থ জনৈক বাছির মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করিয়া ১৩(তের) লিটার দেশীয় তৈরী চোলাই মদ, যাহার মূল্য অনুমান ৩,৯০০/- টাকাসহ আসামী ১. মোঃ বাছির মিয়া(৭২), পিতা-মৃত ছন্দু মিয়া , ২. মোঃ রুবেল মিয়া(৩০), পিতা-মোঃ ফজলুল হক ,৩.. রিপন চন্দ্র দাস(২৫), পিতা-অনিল চন্দ্র দাস সর্ব সাং- ভোলাচং, গ্রেফতার করেন l
অপরদিকে নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউপিস্থ চৌধুরী পাড়াস্থ কাঠাল বাগান এর সামনে পাকা রাস্তার ব্রীজের উপর হইতে ০২ কেজি গাঁজা, মূল্য-২৪,০০০/-টাকা সহ আসামী ১। আব্দুল হাকিম(৪৮), পিতা-পিতা-মৃত আঃ সহিদ মিয়া ,গ্রাম- কল্যানপুর (ইউপি-পত্তন) , থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২. হাবিব মিয়া(৩৬), পিতা-মঙ্গল মিয়া ,গ্রাম- ভাদুঘর, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, আসামী শরীফ মিয়া(৩৫), পিতা-আব্দুর রহিম ,স্থায়ী: গ্রাম- বন্দে বাহেরচর (নয়ারচর) , উপজেলা/থানা- নবী নগর, জেলা -ব্রাহ্মণবাড়িয়া কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সকল আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
বিশেষ অভিযান অব্যাহত আছে।
এম/এস