নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’য়াতুল মুজাহিদীন বাংলাদেশের আত্মঘাতী সদস্যরা সেদিন বোমা হামলা চালিয়েছিল অজহর রোডের উদীচী জেলা সংসদ কার্যালয়ে।
প্রাণ হারান উদীচীর সম্পাদক মন্ডলীর সদস্য খাজা হায়দার হোসেন, সুদীপ্তা পাল শেলীসহ আটজন। আহত হয় আরও শতাধিক।
বর্বরোচিত সেই হামলার ১৬ বছর আজ। নেত্রকোনার মানুষ প্রতি বছর দিনটিকে ‘নেত্রকোনা ট্র্যাজেডি দিবস’ হিসেবে পালন করে আসছেন।
উদযাপন কমিটির ব্যানারে এবারও নেয়া হয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি। হামলার সময়টিতে এ দিন পাঁচ মিনিট স্তব্ধ থাকবে নেত্রকোণা শহর।
এছাড়া কর্মসূচির মধ্যে সকাল ৯টা ৩০ মিনিটে উদীচী কার্যালয়ের সামনে কালোপতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, সাড়ে ৯টায় অজহর রোডে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ।
সকাল ১০টা ৪০ থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত (বোমার হামলার সময়) পাঁচ মিনিট রাস্তায় দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে পালিত হয় ‘স্তব্ধ নেত্রকোণা’ কর্মসূচি।
বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বের করা হয় প্রতিবাদী মিছিল, বিকেল সাড়ে ৫টায় জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে সন্ত্রাস, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ এবং দেশাত্ববোধক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি।