• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরকল উপজেলায় কমিটি ঘোষণা রামগড়ে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ২ লক্ষ্মীছড়ি কলেজে শিক্ষক পরিষদ গঠন সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে “এক টাকায় বাজার”  প্রায় ২ মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে কেপিএম মিল গুইমারা উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠিত খাগড়াছড়িতে বই পড়া কর্মসূচি-২৪ সম্পন্ন রাঙামাটিতে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শেরপুরে হামলা ভাংচুর লুটপাট ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবক নিহত-পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি এলাকাবাসীর গোয়ালন্দে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন  বাঙ্গালহালিয়াতে ব্যবসায়ীদের উদ্যোগে বিশ্বকর্মা পূজা সম্পন্ন

উন্নয়নে এগিয়ে যাচ্ছে পার্বত্য জেলা: –বীর বাহাদুর

মো. রবিউল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: / ৪৫১ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

উন্নয়নে এগিয়ে যাচ্ছে পার্বত্য জেলা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই পাহাড় আলোকিত হচ্ছে। এ অঞ্চলের ঘরে ঘরে শিক্ষা,উন্নয়ন পৌঁছে দেওয়াসহ জনপদে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ অনুন্নত এলাকার অন্তত ৪০ লক্ষ পরিবারে সৌর বিদ্যুৎ স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরো উন্নয়ন কাজ পাহাড়ে অব্যাহত থাকবে এর ফলে পার্বত্য এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বৃহস্প্রতিবার (৪ নভেম্বর) বেলা ১১ টায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়ীটানায় ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায় নির্ধারিত গাড়িটানা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্যমন্ত্রী।

বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি ও মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, নারী সাংসদ বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও খাগড়াছড়ি মেয়র নির্মেলেন্দু চৌধুরী।

অন্যদিকে বিকেল ৩টায় উপজেলা মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় উপজেলার ১২০ অসহায়-দুঃস্থ পরিবাবের সেলাই মেশিন, ছাগল ও স্প্রে মেশিন বিতরণ শেষে ৫০ লক্ষ টাকা ব্যায়ে উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্যমন্ত্রী।

এসময় খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এম এ জব্বার, শাহীনা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ, উপজেলা সহকারী কমিশনা (ভূমি) রিফাত আসমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, শহীদুল ইসলাম মোহন, আবুল কালাম আজাদ, ক্যজরী মহাজন, উপজেলা যুবলী সভাপতি সামাউন ফরাজী সামু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মার্মা নিলয়সহ জেলা ও উপজেলা আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতার্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ