দিনাজপুরের বিরামপুর উপজেলাধীন ৪ নং দিওড় ইউনিয়নে ৪৪ টি গ্রামের যে সকল কাঁচা রাস্তায় কাঁদো জনিত কারণে সর্বসাধারণের চলাচলের ভোগান্তির প্রশান্তি ফিরে আনতে প্রতিদিনই পর্যায়ক্রমে কোন না কোন গ্রামের রাস্তার সংস্কারে আঃমালেক মন্ডলের মানবতার দৃষ্টি সর্বদাই নিয়োজিত রয়েছে।উন্নয়নের জোয়ারে এগিয়ে চলবে দুর্বার,সময় এসেছে এখনি দিওড় ইউনিয়নে মাথা উঁচু করে দাঁড়াবার”এই স্লোগানকে বাস্তবে রুপান্তর করার লক্ষ্যে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন আঃমালেক মন্ডল!
নেতা হওয়ার যোগ্যতা গুলো চাইলেই সঠিক কর্ম ও চর্চার মাধ্যমে অর্জন করা যায়।নেতা হয়ে কেউ জম্ম নেয় না,তার পরেও নেতার গুণগুলো নিজের মাঝে কর্মের মাধ্যমে আনা সম্ভব।দীর্ঘদিন যাবৎ নানামুখী উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত আছেন!এর বাস্তব রূপ সাধারণের মাঝে লুকিয়ে থাকা একজন অসাধারণ ব্যক্তিত্বের নাম আঃমালেক মন্ডল।
পরিশেষে আঃমালেক মন্ডল বললেন,আমি আমার অভিভাবক এমপি শিবলী সাদিক ও বিরামপুর উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু মামার দিক নির্দেশনায় আমি আমার নিজস্ব অর্থায়নে সমর্থ অনুযায়ী যতটুকু সাহায্য সহযোগিতা করে যাচ্ছি ভবিষ্যতেও যেন আরো বেশি বেশি সেবা সহযোগিতা করতে পারি,মর্মে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া আর্শিবাদ ও সমর্থন প্রত্যাশী করছি!