দ্বাপর যুগের সন্ধিক্ষণে আবির্ভূত হিন্দু ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আজ শুভ জন্মতিথি। এই তিথিতে কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। আজ (২৯ আগস্ট) হিন্দু ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব-শুভ জন্মাষ্টমী।
ধর্মমন্ত্রনালয়ের বিধিনিষেধ থাকায় যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে খাগড়াছড়ির মানিকছড়িতে পালিত হচ্ছে হিন্দুদের এই অন্যতম ধর্মীয় উৎসবটি। তবে চলমান করোনা মহামারির জন্য প্রতিবারের ন্যায় জন্মাষ্টমী উৎসবে এবার সব ধরনের শোভাযাত্রা, র্যালি, মিছিল ইত্যাদি বন্ধ থাকলেও সোমবার দিন ব্যাপী স্বল্প পরিসরে উপজেলার সদরস্থ শ্রী শ্রী রাজ শ্যামা কেন্দ্রীয় কালী মন্দিরে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নামা কর্মসূচী।
জন্মাষ্টমী উৎযাপন পরিষের সাধারণ সম্পাদক সঞ্জয় দেব নাথ জানান, অন্যান্য বছরের তুলনায় করোনা সংক্রমণরোধে বেশ কিছু বিধি নিষেধ মেনে স্বল্প পরিসরে পালিত হচ্ছে জন্মাষ্টির অনুষ্ঠান। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে সন্ধ্যায় শ্রীকৃষ্ণ পূজা, গীতাপাঠ, ধর্মী সঙ্গীত ও কীর্তন পাঠ হবে।