শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি মহালছড়ির সিলেটি পাড়ায় সমাজ কল্যান সংঘের আয়োজনে ফাইনাল ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রয়ারী) সন্ধ্যায় মহালছড়ি মৎস ব্যবসায়ী সমবায় সমিতি অফিসে পুরস্কার বিতরণ অনুষ্টানটি অনুষ্টিত হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ মিলন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার, যুগ্ম সম্পাদক আবুল খায়ের,সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বকুল প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্য শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।