মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি দীঘিনালায় শনিবার (১লা ফেব্রুয়ারি) জোড়াব্রীজ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও শীতের পোশাক বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
পার্বত্য অঞ্চলের শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে শীতের কষ্ট বাড়তে থাকে অসহায় সাধারণ মানুষের। এই শীতে যেন অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর কেউই কষ্টে না থাকে সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের পক্ষ থেকে অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে এই মানবিক সহায়তা হিসেবে কম্বল বিতরণ করেন।
জাম্বুরা পাড়ার বাসিন্দা সুসেন চাকমা (৭০) বলেন, আমি বয়স্ক মানুষ বয়সের ভারে কাজ কর্ম করিতে পারি না, সেনাবাহিনীর সহায়তায় আমার খুবই উপকার হবে।
৩নং কবাখালী ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান বিপুরিতা চাকমা বলেন, দীঘিনালা জোনের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণর জন্য ধন্যবাদ জানাই।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর মোঃ সিয়াম হাসান, পিএসসি ।
এই সময় দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অসহায় প্রান্তিক মানুষের জন্য কাজ করছে, এমন মানবিক কাজ চলমান থাকবে বলে জানান তিনি ।
এর আগেও বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনের উদ্যোগে উপজেলার পিছিয়ে পড়া বিভিন্ন দূর্গম এলাকার প্রায় ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।