ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ের ” তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি ” শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা তৃনমুল এর আয়োজনে বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, হেডম্যান, কারবারি, যুব ও নারী দলের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এসময় তিনি বলেন, এই কর্মকান্ড গুলোকে তৃনমুল পর্যায়ে পৌঁছে দিতে হবে। গ্রামীণ মহিলাদের কিভাবে স্বাবলম্বী করতে হবে সেই বিষয়ে মনযোগী হতে হবে।
তৃনমুলের নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে প্রকল্প সমন্বয়কারী মিনুচিং মারমার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, দ্যা কার্টার সেন্টারের ফাইন্যান্স এন্ড এডমিন ডাইরেক্টর সামীর উদ্দীন, সিনিয়র গ্রান্ডস ম্যানেজার কবীর হোসাইন এবং মনিটরিং এন্ড ইভাল্যুশান ডাইরেক্টর আব্দুল জব্বার জাফরি।