খাগড়াছড়ি প্রতিনিধি :
সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিয়েছে লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য অনিমেয় চাকমা। উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রনব কুমার পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মো: খালেদ, প্রেসক্লাব সভাপতি মো. মোবারক হোসেন, ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রুপন চাকমা প্রমূখ।
নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল টিম। আর এ টিমের অন্যতম খেলোয়ার পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দূর্গম জনপদ সুমন্ত পাড়ার বাসিন্দা ম্যাজিকেল চাকমা খ্যাত ‘মনিকা চাকমা’। নিজ উপজেলা সংবর্ধনা পেয়ে খুশি মনিকা।
মনিকা চাকমা বলেন, আমি সত্যিই অভিভূত, আপ্লুত। আমি দেশের জন্য, আপনাদের জন্য লড়াই করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া-আর্শীবাদ করবেন। আমরাই যাতে আগামীতে আপনাদেরকে আরও বিজয় উপহার দিতে পারি এবং বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে আরো সুউচ্চ অবস্থানে নিয়ে যেতে পারি।
উল্লেখ্য ২০২২ সালের পর ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জিতল বাংলাদেশের মেয়েদের দল। নেপালকে ২-১ গোলে পরাস্ত করে তারা দ্বিতীয়বার ট্রফি ঘরে তুলল। ২ বছর আগেও তারা নেপালকে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল।
এর আগে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশীপের বছাই পর্বে মিয়ানমারকে ১-০গোলে হারিয়ে এএফসি‘র চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় বাংলাদেশের মেয়েরা। কঠিন প্রতিপক্ষ মিয়ানমারকে একমাত্র মনিকার গোলেই হারানো সম্ভব হয়।