• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্মের ভিত্তিতে কোন ধরনের বিভাজন দেখতে চায়না জামায়াত: রামগড়ে অধ্যক্ষ আমিরুজ্জামান কাপ্তাইয়ে রুপসী কাপ্তাইয়ের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করলেন – ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান খাগড়াছড়ি বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসায়  অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি রামগড়ে জামায়াতে ইসলামের কর্মী ও সুধী সমাবেশ   সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিলেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন ঐতিহ্য ফিরে আসুক বান্দরবানে-থানজামা লুসাই রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বাঙ্গালহালিয়া ভিমাছড়া সার্বজনীন শ্রী শ্রী পঞ্চায়েত সংঘের উদ্যোগে গীতা পাঠ

দীর্ঘ দেড় যুগ পর কাল মানিকছড়িতে বড়সড় আয়োজনে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি  / ৭২ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি 
দীর্ঘ ১৭ বছর পর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১৩ নভেম্বর ব্যাপক আয়োজনে সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ ওয়াদুদ ভূঁইয়া।

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিগত আওয়ামীলীগের দুঃশাসনের এই দীর্ঘ সময়ে খাগড়াছড়িতে আওয়ামীলীগের দুঃশাসনে বিএনপি পরিবারে মামলা-হামলা,নির্যাতন,নিপীড়নের সকল সীমা অতিক্রম করেছিল। বিশেষ করে খাগড়াছড়ির প্রবেশদ্বার মানিকছড়ি উপজেলায় শেখ হাসিনার লেলিয় দেওয়া, সন্ত্রাসী ও দোসরদের রামরাজত্বের ভয়াবহতা এতই নির্মম ছিল যে, বিএনপি জেলা সভাপতি ও সাবেক সাংসদ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, পাহাড়ি বাঙালির বিশ্বস্ত নেতা ওয়াদুদ ভূঁইয়া এক মুহূর্তের জন্যও এখানে আসতে পারেনি।

স্থানীয় বিএনপি পরিবারসহ আওয়ামী বিরোধী সকল জনমতের অধিকার কেড়ে নিয়েও আওয়ামীলীগ ক্ষান্ত হয়নি। বিএনপি’র দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগ, ভাংচুর, নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুর ও শীর্ষ নেতৃবৃন্দকে মারধরসহ অসংখ্য মিথ্যা মামলায় দেড় যুগ আদালতে হয়রানি ও ঘরবাড়ির ছাড়া করে অমানবিক জীবনযাপনে বাধ্য করেছে।

গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আম-জনতার আন্দোলনে শেখ হাসিনা তার শীর্ষ নেতাদের নিয়ে পালিয়ে যাওয়ার পর দেশে একটা স্বস্তি এসেছে।
ফলে পার্বত্যবাসীর অহংকার ওয়াদুদ ভূঁইয়া আজ(১৩ নভেম্বর) মানিকছড়ি উপজেলায় বড়সড় শোডাউনে সম্প্রীতি সমাবেশ করবে। গতকাল বিকেলে নাগাদ সমাবেশ স্থলে শতশত ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। এ যেন সাজ সাজ রব।

উপজেলা বিএনপি’র সভাপতি মো. এনামুল হক এনাম জানান, প্রায় দেড় যুগ পর বিএনপি পরিবার তথা পাহাড়ের অহংকার ও পাহাড়ি বাঙালির প্রাণপ্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়ার আগমনকে ঘিরে মানিকছড়ি এখন সাজ সাজ রব। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামীলীগের দুঃশাসন ও হামলা,মামলায় ক্ষতবিক্ষত বিএনপি পরিবারের নির্যাতিত,নিপীড়িত মানুষকে সংঘবদ্ধ করতে গত দুই মাস তৃণমূল থেকে উপজেলায় কর্মী সভা,সমাবেশের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করা হয়েছে।

আশা করি বিএনপি’র পরিবারের দুঃসময়ের নির্যাতিত, অগনিত মামলা,হামলার শিকার ওয়াদুদ ভূঁইয়ার সম্প্রীতি সমাবেশ আবারও প্রমাণ করবে মানিকছড়ি বিএনপি ঘাঁটি। ইতোমধ্যে সম্প্রীতি সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ